বাংলারজমিন

সরাইলে ছিনতাইকৃত ১৪১ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

 সরাইলে ছিনতাইয়ের ৩ দিন পর গত শুক্রবার রাতে লুণ্ঠিত ১৪১ ভরি স্বর্ণালংকার বণিক পাড়ার নিত্য তলাপাত্রের বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। গতকাল দুপুরে সরাইল থানা চত্বরে উদ্ধার হওয়া মালামাল ও ঘটনার দুই মূল হোতা সাইদুর (৪০) ও এমরান (৩৫)সহ সাংবাদিক সম্মেলন করেছে পুলিশ। অবশিষ্ট স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৮ লাখ টাকা উদ্ধারের আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন। ঘটনার অন্যতম নায়ক নিত্য গত শুক্রবার ভোরে চলে গেছে ভারতে। সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, গত মঙ্গলবার ‘আপন স্বর্ণ শিল্পালয়ের’ মালিক তপন বণিক (৬৫) ব্যাগ ভর্তি স্বর্ণালংকার নিয়ে রিকশায় করে বণিক পাড়া বাড়ির উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় দেওয়ান পাড়া মোতালিব মিয়ার বাড়ির সামনে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা হেলমেট পরা ৩ মোটরসাইকেল আরোহী তপনের রিকশার গতিরোধ করে। রিকশার চালক ও দুই যাত্রীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করে ১৮০ ভরি স্বর্ণের ব্যাগ ও নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ধস্তাধস্তিকালে ছিনতাইকারীর ১টি হেলমেট ও ১টি গেঞ্জি রেখে দেয় রিকশাচালক। এ ঘটনায় এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক নূরুল হক, এএসআই শাহজালালসহ পুলিশের একটি টিম কাজ করতে থাকে। তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্তের পর গত শুক্রবার সকালে বিজয়নগর এলাকা থেকে প্রধান দুই হোতাকে গ্রেপ্তার করেছেন এএসআই শাহজালাল। দিনশেষে শুক্রবার রাতে আসামি পক্ষের ১০ লাখ টাকার অফার নাকচ করে কৌশলে লুণ্ঠিত মালামালের সন্ধান বের করেন শাহজালাল। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল পুলিশ চলে যান বণিক পাড়ায় আরেক স্বর্ণ ব্যবসায়ী নিত্য তলাপাত্রের বাড়িতে। স্ত্রী সন্তানকে চাপ দিয়ে ভারতে পালিয়ে থাকা নিত্যের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ওসি। পরে বাড়ির পশ্চিম পাশের কলা গাছের ঝোপে মাটির নিচ থেকে স্কপটেপ দিয়ে মোড়ানো স্বর্ণ ভর্তি ব্যাগটি অর্ধশতাধিক লোকের উপস্থিতিতে উদ্ধার করে পুলিশ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status