খেলা

ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার লড়াইয়ে বাঁচা-মরা স্পেনেরও

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:০৩ পূর্বাহ্ন

স্পেন, ইংল্যান্ড না ক্রোয়েশিয়া? ইউয়েফা ন্যাশন্স লীগ ফাইনালস রাউন্ডে উঠবে কোন দল। লীগ ‘এ’র গ্রুপ-৪ এর ভাগ্য নির্ধারণ হবে আজ। বাঁচা-মরার ম্যাচে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের ওপর নির্ভর করেছে স্পেনের বাঁচা-মরাও। ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের বিজয়ী দল উঠে যাবে পরের রাউন্ডে। আর যদি ম্যাচ ড্র হয় তাহলে গ্রুপের শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে স্পেনের। এক্ষেত্রে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সামনে রয়েছে দ্বিতীয় স্তরে অবনমন এড়ানোর চ্যালেঞ্জও। এখানেও রয়েছে জটিল সমীকরণ। গোলশূন্য ড্র হলে ক্রোয়েশিয়া আর স্কোরসহ ড্র হলে দ্বিতীয় স্তরে (লীগ ‘বি’) নেমে যাবে ইংল্যান্ড। রাশিয়ার বিশ্বকাপের সেমিফাইনালের পর দ্বিতীয়বার মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিরা। গত মাসে ক্রোয়াটদের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে ইংলিশরা। আর সবশেষ ম্যাচে নিজ মাঠেই স্পেনের বিপক্ষে ইনজুরি সময়ের গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে গ্রুপের সমীকরণ জমিয়ে তোলে ক্রোয়েশিয়া। চার ম্যাচে দুই জয়ের পর টানা দুই হারে ৬ পয়েন্ট স্পেনের। তিন ম্যাচে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সমান ৪ পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে দলের অন্যতম সেরা মিডফিল্ডার ইভান রাকিটিচকে পাচ্ছেন না ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ। স্পেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ঊরুর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা তারকা। দালিচ বলেন, ‘রাকিটিচের বড় কোনো ইনজুরি হয়নি। কিন্তু আমি কখনোই খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিই না। সে বার্সেলোনায় ফিরে যাবে।’ রাকিটিচকে ছাড়াই জয় নিয়ে ন্যাশন্স লীগের ফাইনালে যেতে চান দালিচ। তিনি বলেন, ‘আমাদের হাতে সমাধান রয়েছে। আমরা ফুটবল উপভোগ করতেই ওয়েম্বলিতে যাচ্ছি।’ ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ের গোলে (২-১) স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের। মাথা উঁচু করে বছর শেষ করতে চান কোচ গ্যারেথ সাউথগেট। ওয়েইন রুনির বিদায়ী প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারিয়ে ক্রোয়েশিয়া ম্যাচের প্রস্তুতি নেয় ইংল্যান্ড। সাউথগেট বলেন, ‘আমরা বিশ্বকাপের পর যত দ্রুত সম্ভব সামনে এগিয়ে যেতে চোখ রাখি। বছরটা দুর্দান্ত কেটেছে আমাদের। তরুণদের নিয়ে ম্যাচের ফলাফল ও ভালো পারফরম্যান্সে উন্নতি হয়েছে। এই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে আরেকটি ধাপে পা রাখতে চাই। ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং সবাই সেদিকেই তাকিয়ে।’ ক্রোয়েশিয়ার বিপক্ষে একাদশে ফিরছেন অধিনায়ক হ্যারি কেইন ও রাহিম স্টারলিং। ক্রোয়েশিয়ার জার্সিতে আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরি হয়ে গেছে লুকা মদরিচ ও রাকিটিচের। এবার নিজেদের ৫০তম ম্যাচের সামনে সেন্টারব্যাক ডেজান লভরেন ও মিডফিল্ডার মাতেও কোভাচিচ। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনুপ্রেরণা নিচ্ছেন লভরেন। লিভারপুল ডিফেন্ডার বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ মনে করেই নামছি আমরা। আমরা একে অপরের খেলা সম্পর্কে জানি। জয়ের জন্য সেরাটা দিতে আমরা প্রস্তুত।’ ৯ বারের মুখোমুখি লড়াইয়ে চার ম্যাচে ইংল্যান্ড ও তিন ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। ড্র হয় দুই ম্যাচ। প্রতিযোগিতামূলক ম্যাচে ইংল্যান্ডের মাটিতে ক্রোয়েশিয়ার সবশেষ সফর সুখকর নয়। ওয়েম্বলিতে ২০০৯ সালে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত হয় ক্রোয়াটরা। ইংল্যান্ডের ক্রোয়েশিয়ার একমাত্র জয়ের স্মৃতি ২০০৮ ইউয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) বাছাইপর্বে (৩-২)। আগামী বছরের জুনে হবে ন্যাশন্স লীগ ফাইনালস। আগামী ৩রা ডিসেম্বর লীগ ‘এ’র চার গ্রুপ চ্যাম্পিয়নকে নিয়ে হবে সেমিফাইনালের ড্র।
সুইজারল্যান্ড-বেলজিয়ামের ভাগ্য নির্ধারণ আজ
নিজ মাঠে বেলজিয়ামের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে প্রীতি ম্যাচে কাতারের কাছে ১-০ গোলে হারের লজ্জায় ডোবে সুইজারল্যান্ড। আজ ন্যাশন্স লীগে শীর্ষস্থানের লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে জয়ের বিকল্প নেই সুইসদের। রাত পৌনে ১টায় খেলা শুরু হবে। ড্র করলেই ন্যাশন্স লীগ ফাইনালস এ উত্তীর্ণ হবে বেলজিয়াম। আর সুইজারল্যান্ডের চাই ১-০ বা ২-১ গোলের জয়। এর আগে বেলজিয়ামের মাঠে ২-১ গোলে হার দেখে সুইসরা। পয়েন্ট তালিকায় তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট বেলজিয়ামের। তিন ম্যাচে দুই জয়ে সুইজারল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। চার ম্যাচের হার দেখে আইসল্যান্ড। বেলজিয়াম ও সুইজারল্যান্ডের গোল ব্যবধান সমান (+৬)। হেড-টু-হেডে অ্যাওয়ে গোলের সুবিধা পায় সুইসরা।
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের সমীকরণ

ইংল্যান্ড জয় পেলে: আগামী বছরের জুনে ন্যাশন্স লীগ ফাইনালসের টিকিট কাটবে ইংল্যান্ড। দ্বিতীয় স্তরে (লীগ ‘বি’) অবনমন হবে ক্রোয়েশিয়ার। ক্রোয়েশিয়া জয় পেলে: ইংল্যান্ডকে রেলিগেশনে ফেলে শিরোপা দৌড়ে এগিয়ে যাবে ক্রোয়েশিয়া। দুই দলের জয়-পরাজয়ে দ্বিতীয় স্থানে নেমে যাবে স্পেন। গোলশূন্য ড্র হলে: গোলশূন্য ফাইনালস এর দৌড়ে ছিটকে পড়লেও প্রতিযোগিতার লীগ ‘এ’ মর্যাদা অটুট থাকবে ইংলিশদের। গোল ব্যবধানে রেলিগেশনে পড়বে ক্রোয়েশিয়া। স্কোরসহ ড্র হলে: স্কোর ড্র হলে অবনমনের অভিজ্ঞতা নেবে ইংল্যান্ড। আর হেড-টু-হেডে অ্যাওয়ের গোলের সুবিধায় দ্বিতীয় স্থান নিয়ে প্রথম স্তরে অবস্থান নিশ্চিত হবে ক্রোয়েশিয়ার। যেকোনো ব্যবধানে ড্র হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট কাটবে স্পেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status