বাংলারজমিন

মহাজোট প্রার্থী শাহাব উদ্দিন, ঐক্যফ্রন্টের কে?

ফখরুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) থেকে

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনটিতে মহাজোটের একমাত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনবারের এমপি আলহাজ মো. শাহাব উদ্দিন। তার বিপরীতে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। অপরদিকে বিরোধী জোট থেকে মনোনয়নপত্র কিনেছেন সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি তরুণ শিল্পপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান জুড়ী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আসাদ উদ্দিন বটল, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাপান প্রবাসী দারাদ আহমদ, কাতার প্রবাসী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আব্দুল হাফিজ, কাতার প্রবাসী লোকমান হোসেন, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও বড়লেখা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার হাসনা, যুবদল নেতা হাজি সেলিম, জেলা যুবদল নেতা ও বড়লেখা পৌরসভার কাউন্সিলর আব্দুল হাফিজ (ললন)। তবে, শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তে এসব প্রার্থীরা বসে পড়বেন বলে ধারণা করা যাচ্ছে। অপরদিকে, ২০দলীয় জোটের শরীক জামায়াতের প্রার্থী সাবেক কেন্দ্রীয় শিবির নেতা বর্তমান ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর কেন্দ্রীয় শূরা সদস্য মো. আমিনুল ইসলামের পক্ষে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জামায়াতের সাফ কথা জোট থেকে যে সিদ্ধান্ত হবে তা মেনে নেবে স্থানীয় জামায়াত। তবে, বিগত দিনে আন্দোলন সংগ্রামে জামায়াতকে সবসময় নাসির উদ্দিন আহমেদ মিঠুর পাশে দেখা গেছে। বিগত সময়ে বিএনপি চেয়ারপারসনের কারামুক্তি ও কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচিতে দু’উপজেলায় দলের নেতাকর্মীদের উজ্জীবিত করে রাজপথে সরব রেখেছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। এজন্য তিনি ও তার অনুসারীরা একাধিক রাজনৈতিক হয়রানিমূলক মামলায় জেল খেটেছেন। এসব মামলায় এখনো নিয়মিত হাজিরা দিতে হয় তাদের। এ আসনে একাধিক চা-বাগানের মালিক নাসির উদ্দিন আহমেদ মিঠুর সঙ্গে চা-শ্রমিকদেরও গভীর সখ্যতা রয়েছে। তাছাড়া বিগত দিনে বন্যাদুর্গত মানুষের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সহায়তার অনুষ্ঠানগুলোতে জুড়ী ও বড়লেখায় মির্জা আব্বাসের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সফর করেছেন। এ সময় তৃণমূলের মানুষ কেন্দ্রীয় নেতাদের পাশে আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠুকে দেখতে পেয়েছেন। এ জন্য মনোনয়ন প্রাপ্তির দৌড়ে এখন পর্যন্ত আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। অপরদিকে, সাবেক প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী কেন্দ্রে লবিং করছেন জামায়াতসহ জোটের শরীক দলগুলোর সঙ্গে। গ্রিন সিগন্যাল পেলে তিনি মনোনয়ন প্রাপ্তিতে জোর প্রচেষ্টা চালাবেন। তিনি আসনটিতে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়ে ইতিপূর্বে যে উন্নয়ন করেছেন সে উন্নয়নকে পুঁজি করে শেষ বয়সে মানুষের সেবা করে যেতে চান প্রবীণ আইনজীবী এই রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন প্রশ্ন হচ্ছে মহাজোটের একক হেভিওয়েট প্রার্থী আলহাজ শাহাব উদ্দিনের সঙ্গে লড়ছেন কে? এবাদুর রহমান চৌধুরী না নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ নিয়ে এলাকায় গতকাল পর্যন্ত জোর গুঞ্জন অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status