বাংলারজমিন

শ্রীনগরে বন্দুকযুদ্ধে যুবক নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

 শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী তাজেল বাহিনীর প্রধান তাজুল ইসলাম ওরফে তাজেল (৩৬) নিহত হয়েছে। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, ডাকাতিসহ ১০টি মামলার ওয়ারেন্ট ছিল। শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক, তিন রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ও ৩টি ছুরি উদ্ধার করে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাজেলকে যশোরের মণিরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাজেলকে নিয়ে পশ্চিম বাড়ৈখালী এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় তাজেল বাহিনীর লোকজন পুলিশের গাড়িতে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় তাজেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় শ্রীনগর থানার এএসআই আবু কায়সার, কনস্টেবল সজল ও শহীদ আহত হয়। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাজেলের বিরুদ্ধে শ্রীনগর, ঢাকার দোহার, নবাবগঞ্জসহ বিভিন্ন থানায় ১টি খুন, ২টি ডাকাতি, ২টি অস্ত্র, ১টি দস্যুতা, পুলিশের ওপর আক্রমণ ও মাদকসহ ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে উপজেলার বাঘড়া এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিল। তাজেল বাহিনী আড়িয়ল বিল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গত ২৯শে জুলাই আড়িয়ল বিল এলাকায় তাজেল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহরাব র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। সে তাজেলের সৎ ভাই। তাজেল বাঘড়া এলাকার দ্বীন ইসলামের ছেলে। তার সৎ বাবার নাম মো. ইউনুচ বেপারী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status