বাংলারজমিন

আওয়ামী লীগের ক্যাপ্টেন তাজুলের আসনে লড়তে চান জাপার মামুন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন চাইছে মহাজোটের শরিক জাতীয় পার্টি। এতে এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম দলের অন্য মনোনয়ন প্রার্থীদের চাপের মধ্যে বাড়তি চাপে পড়েছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মো. মামুনুর রশিদ এই আসন থেকে মহাজোটের মনোনয়ন পেতে দলের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকেও মহাজোটের মনোনয়ন প্রার্থী। এখানে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে কাজী মামুনের নাম ঘোষণা করা হয়েছে আগেই। সম্প্রতি নবীনগরে জাতীয় পার্টির এক জনসভায় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি আলাদাভাবে বা মহাজোটের শরিক হিসেবে নির্বাচন করলে সব অবস্থাতেই মামুন এখানে প্রার্থী থাকবেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ জানান, ব্রাহ্মণবাড়িয়া-৫ তথা নবীনগর আমার নিবাচর্নী এলাকা। এখন দলীয় হাই কমান্ডের নির্দেশে আমি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জন্যও দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। মনোনয়ন পেলে এই দুই আসনেই নির্বাচন করবো। এই দুটি আসন-ই এবার আমি পল্লীবন্ধু সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদকে উপহার দিতে চাই। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হিসেবে কাজী মামুনুর রশিদ গোটা জেলাতেই পরিচিত। গত ১০ বছর ধরে নবীনগরের তৃণমূলে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করে তুলতে কাজ করেছেন তিনি। ওদিকে বাঞ্ছারামপুর-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) তাজুল ইসলাম ছাড়াও দলের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সাঈদ আহমেদ বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদল, দরিকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম আবুল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status