অনলাইন

‘লেভেল প্লেইংয়ের বিষয়টা এখন পুরোপুরি ইসির ওপর’

স্টাফ রিপোর্টার

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৫:১৩ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িংয়ের বিষয়টি এখন পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর। সরকারের এখন কিছু করার নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন তিনি।

সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হচ্ছে না অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, লেভেল প্লেইংয়ের বিষয়টা এখন পুরোপুরি নির্বাচন কমিশন দেখবে। এখানে সরকারের কিছু করার নেই। এটা নিশ্চিত করবে ইসি। নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে এটা ইসির হাতে চলে গেছে।

গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না পেলে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ভোটে বিএনপি আসলেই অংশ নিতে চায় কি না? পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, তারা সুষ্ঠু পরিবেশ তারা চায়? তাদের আচরণে তো তার কোনো প্রকাশ নেই।

তিনি বলেন, যেভাবে তারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে, এটা তো প্রকাশ্য দিবালোকে ঘটেছে। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে যে দানবীয় কা- ঘটাল! এখানেই তাদের নির্বাচনে অংশগ্রহণের সংশয় রয়ে গেছে।

নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে বিদেশিদের সংশয় নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তো প্রচুর টাকা পয়সা দিয়ে লবিং করাচ্ছে, এটা লবিংয়ের মাধ্যমেও হতে পারে।

নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের প্রতিক্রিয়ায় সেতুমন্ত্রী বলেন, ৫০ বছর আগে থেকে গ্রামে গ্রামে এই ঘটনা ঘটে আসছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু দিন আগেও এমন ঘটনা ঘটেছে, তখন তো মিডিয়া সেটাকে রাজনীতিতে জড়ায়নি। এখন নির্বাচন, তাই কিছু কিছু মিডিয়া এমন লিখছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status