দেশ বিদেশ

সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা

স্টাফ রিপোর্টার

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:৫০ পূর্বাহ্ন

সৌদি আরবস্থ ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন (আইএমসিটিসি) এর মহাসচিব, লেফটেনেন্ট জেনারেল আব্দুল এলাহ বিন ওসমান এন আল সালেহ তার চার জন সফর সঙ্গীসহ ১২ই নভেম্বর হতে ১৫ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ঢাকাস্থ মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে সংস্থাটির কর্মপরিধি ও কর্মপরিল্পনা বিষয়ক বক্তৃতা প্রদান ছিল তাদের সফরের মূল উদ্দেশ্য। সফরকারি দল পররাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় আইএমসিটিসি এর মহাসচিব প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের যৌথ সহযোগিতা সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। এ প্রেক্ষিতে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সঙ্গে উক্ত সংস্থার সুদৃঢ় সম্পর্ক স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধি দলটি সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ হতে সৌদি আরব প্রত্যাবর্তন করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status