দেশ বিদেশ

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ে নিহত ১১

মানবজমিন ডেস্ক

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

ভারতের তামিলনাড়ুতে গতকাল শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। তীব্র ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়েছে উপকূলবর্তী জনপদ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার বিদ্যুৎ সংযোগ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির ঝড়ো বাতাসসহ ভারতের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় গাজা। এতে সংশ্লিষ্ট অঞ্চল অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে সেখানকার হাজারো দুর্যোগ কবলিত মানুষ। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার সকালে তামিলনাড়ুর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় গাজার। এর প্রভাবে সেখানে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়া বইতে থাকে। অর্থনৈতিকভাবে তুলনামূলক উন্নত ভারতের এই রাজ্যের ক্ষমতাসীন দল ঘূর্ণিঝড়ে ১১ জন নিহত হওয়ার খবর দিয়েছে। দলটি বলেছে, ঘূর্ণিঝড়েরর প্রভাবে উপকূলবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ১১ জন। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দলটি। সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দশ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে। সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল ও কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উদ্ধার কার্যক্রমের জন্য নৌবাহিনীর জাহাজ, ডুবুরি ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status