শেষের পাতা

গ্যাসলাইনে লিকেজ

বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৬

স্টাফ রিপোর্টার

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তাহসিন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরো ৬ জন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ধলপুর সিটি কলোনির একটি বাড়িতে চুলা জ্বালানোর সময় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সুমন (৪০), সুমনের স্ত্রী সাজুলি (৩৫), ওই দম্পতির ছেলে নিশান (১৪), আতর বেগম (৭০), আলমগীর (৩০) এবং তার স্ত্রী কাজলী (২৪)। চিকিৎসকরা বলছেন, তিনজনের অবস্থা গুরুতর। একজনের শরীরের ৭৫ শতাংশ এবং অন্য দুজনের ৫০ ও ৩৮ শতাংশ পুড়ে গেছে। কাজলী ও আলমগীরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, সকালে সিলিন্ডার গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বিকট শব্দে ঘুম ভাঙে সিটি কলোনির ১৪ নম্বর আউটফল আবাসিক এলাকার বাসিন্দাদের। এই ঘটনায় বাড়ির দেয়াল ধসে ঘটনাস্থলেই মারা যায় শিশু তাহসিন। সেই সঙ্গে ঘরের ভেতরে থাকা একই পরিবারের চারজন এবং আরেক পরিবারের দুজনসহ মোট ছয়জন দগ্ধ হয়।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এ সময় তারা ৬ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করায়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বিস্ফোরণে বাড়ির দেয়ালের একটি অংশ ভেঙে এক শিশুর মৃত্যু এবং ছয়জন দগ্ধ হয়। দ্বগ্ধরা সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী।
যাত্রাবাড়ী থানার এসআই মুকিত জানান, শিশু তাহসিনের বাবার নাম সাইদুল। গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার পানবাড়িয়ায়। ধলপুর সিটি কলোনির ১৪ নম্বর আউটফলে তারা থাকতেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status