এক্সক্লুসিভ

খুলনা-৩

তিন থানা বিএনপির নেতাদের নিয়ে মনোনয়ন কিনলেন বকুল

স্টাফ রিপোর্টার

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:১৩ পূর্বাহ্ন

খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহানআলী) আসনে ধানের শীষের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল। বৃহস্পতিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই আসনের তিন থানার বিএনপি নেতাকর্মীদের নিয়ে  মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টন কার্যালয়ের সামনে শোডাউন দেন। উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি আঃ রহমান, জাহিদুল ইসলাম, ইকবাল শেখ, আজিজুল হাসান দুলু, শেখ সাদী, ফারুক হিলটন, মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, রবিউল ইসলাম রুবেল, যুবদল মহানগরের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম পাখি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, যুগ্ম সম্পাদক মুর্শিদ কামাল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন, ৩নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল হালিম, ৫নং ওয়ার্ড সভাপতি শেখ ইমাম হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি শরিফুল আনাম, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কালাম শিকদার, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ গাউস হোসেন, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরমান হোসেন, আড়ংঘটানা থানা বিএনপির সাধারণ সম্পাদক মতলেব রহমান মিতুল, যুবদল নেতা নেহিবুল হাসান, বিএল কলেজ ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক রিয়াজ সাহেদ, হেদায়েত উল্লাহ দিপু, যুবদল নেতা হাফিজুর রহমান পিন্টু, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, সহসভাপতি আবু সাঈদ আব্বাস, তোফাচ্ছের হোসেন, আনসার আলী, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, খালিশপুর থানা বিএনপি নেতা হাসান উল্লাহ বুলবুল, মোহাম্মদ আলী বাবু, হাবিব বিশ্বাস, কাজী শাহনেওয়াজ, সরদার ইউনুস আলী, আবদুল মতিন বাচ্চু, মিজানুর রহমান খোকন, সত্যনন্দ দত্ত, ইউসুফ মোল্লাসহ সহস্রাধিক নেতাকর্মী। এছাড়া খুলনা মহানগর, যুবদল, স্বেচ্ছাসেক দল, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং মহিলা দলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি। ওদিকে বকুলের মনোনয়নপত্র ক্রয়ে উজ্জীবিত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। জিয়াপরিবারের আস্থাভাজন সাবেক এই ছাত্রনেতা এমপি নির্বাচিত হলে খালিশপুর-দৌলতপুর-খানজাহানআলীবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে জানান তিনি। রকিবুল ইসলাম বকুল বলেন, আশা করি আমার রাজনৈতিক ত্যাগ ও যোগ্যতা বিবেচনা করে দলীয় হাইকমান্ড আমাকে মনোনয়ন দেবেন।  মনোনয়ন পেলে বিএনপি চেয়ারপারসনকে এই আসনটি উপহার দিতে পারব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার বন্ধ কলকারখানা চালু, নতুন নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের ন্যায্য মজুরির নিশ্চয়তা, আধুনিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, মাদক ও সন্ত্রাস নির্মূল সর্বোপরি এলাকার সাধারণ মানুষের ভাগ্য ও জীবন-মান উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠা করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status