বাংলারজমিন

মুন্সীগঞ্জ ১, ২, ৩

মুন্সীগঞ্জে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৮:২১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল পর্যন্ত গ্রুপিংয়ের দ্বন্দ্বে তিনটি আসন থেকে ১৪ জন প্রার্থী এই মনোনয়নপত্র ক্রয় করেন।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান)
এই আসন থেকে ৪ জন বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন-কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মমিন আলী, কেন্দ্রীয় বিএনপির যুববিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মো. আবদুল্লাহ।

মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং)
এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। এরা হলেন-কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জামাল। এখানে মূল আলোচনায় আছেন, মিজানুর রহমান সিনহা, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও আলী আজগর মল্লিক রিপন।

মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া)
এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ জন। এরা হলেন, জেলা বিএনপির সভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ আবদুল হাই, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম মাসুম ও জেলা মহিলা দলের সভানেত্রী রহিমান শিকদার। এদের মধ্যে মূলত প্রার্থী তালিকায় রয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status