শেষের পাতা

বিএনপি নির্বাচনে না-ও আসতে পারে: এরশাদ

স্টাফ রিপোর্টার

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১০:১৪ পূর্বাহ্ন

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয়পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি অফিসের সামনে সংঘটিত 
বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়, বিএনপি নির্বাচনে নাও আসতে পারে। গতকাল সকালে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। আর বিএনপি নির্বাচনে না এলে, জাতীয় পার্টি তিনশ আসনেই নির্বাচন করবে। জাপা চেয়ারম্যান বলেন, জোটের ব্যাপারে এখনো আলোচনা হয়নি, বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। আশা করছি আমরা জোটবদ্ধ হলেও, প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাবো।

তিনি আরও বলেন, ১৭ ও ১৮ই নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমাদের নেতা-কর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত। গত চারদিনে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজও অনেক মনোনয়নপত্র বিক্রি হবে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে, জাতীয় পার্টি একাদশ নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে।

ব্রিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status