খেলা

৫ রান জরিমানা শ্রীলঙ্কার!

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৪ পূর্বাহ্ন

ইংলিশ স্পিনার জ্যাক লিচকে কাট করেন রোশেন সিলভা। শর্ট থার্ডম্যান থেকে বলের পেছনে ছোটেন মঈন আলী। আর বাউন্ডারি হবে ভেবে অলস গতিতে উইকেটে একে অপরকে ক্রস করেন সিলভা ও আকিলা ধনাঞ্জয়া। বাউন্ডারির খুব কাছাকাছি গিয়ে বলের গতি কমে যাওয়ার সুবাদে বাউন্ডারি বাঁচান মঈন। আর দ্রুত বল কুড়িয়ে ফেরত পাঠানোর সময় ফের প্রান্ত বদল করেন দুই লঙ্কান ব্যাটসম্যান। ২ রান নিতে স্ট্রাইকিং প্রান্ত থেকে সহজেই ফিরে আসেন ধনাঞ্জয়া। কিন্তু আম্পায়ারদের চোখে পড়ে, মঈনের থ্রোর দিকে চোখ রেখে নন-স্ট্রাইকিং প্রান্তে ব্যাট ছোঁয়াননি সিলভা। আপাতদৃষ্টিতে দেখা যায়, রান সম্পূর্ণ করতে উদাসীন ছিলেন সিলভা। পরে দুই আম্পায়ার মারিয়াস ইরাসমাস ও সুন্দরম রবি পরামর্শ করে ৫ রান জরিমানা করেন শ্রীলঙ্কাকে। আইসিসির ১৮.৫.১ ধারার ব্যাখ্যায় বলা হয়েছে, মাঠের কোনো আম্পায়ার যদি উপলব্ধি করেন, একজন বা উভয় ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে আম্পায়ার প্রান্তে রান সম্পূর্ণ করেননি তবে ৫ রান জরিমানার বিধান আরোপ করতে পারবেন আম্পায়ার। গতকাল পাল্লেকেলে স্টেডিয়ামে ৮৬তম ওভারের প্রথম বলের ঘটনা এটি। লঙ্কানদের দলীয় সংগ্রহ তখন ২৭৩/৮। ৫ রান জরিমানা হওয়ায় প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮৫ রানের সঙ্গে ৫ রান যোগ হয়। সিরিজে ফেরার লক্ষ্যে গতকাল দ্বিতীয় দিনে ৩৩৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। আর ১ ওভার ব্যাট করে কোনো রান না নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। রোশেন সিলভা ও ধনাঞ্জয়ার (৩১) নবম উইকেট জুটিতে আসে ৫৬ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন দ্বিতীয় টেস্টে ডাক পাওয়া রোশেন (৮৫)। অর্ধশতক করেন ওপেনার দিমুথ করুনারত্নে (৬৩) ও ধনাঞ্জয়া ডি সিলভা (৫৯)। লিচ ও আদিল রশিদ তিনটি করে ও মঈন নেন দুই উইকেট। গলে রঙ্গনা হেরাথের বিদায়ী ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ড।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status