ইলেকশন কর্নার

বরগুনা-১

জামাতা চাইছেন নৌকা শ্বশুর ধানের শীষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৯:০৮ পূর্বাহ্ন

আসন্ন  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক চাইছেন দলটির জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। অন্যদিকে নৌকা প্রতীক চাইছেন তার মেয়ে জামাই বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন রাসেল। সূত্র জানায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। অন্যদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমাও দিয়েছেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন রাসেল।
জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. ইমরান হোসেন রাসেল সম্পর্কে শ্বশুর জামাই। তাদের মনোনয়ন ফরম সংগ্রহের খবরে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে বরগুনার রাজনৈতিক অঙ্গনে। আগামী নির্বাচনে যদি জামাই শ্বশুর মুখোমুখি হয় তাহলে কেমন হবে বরগুনার প্রেক্ষাপট এমন পরিসংখ্যানও কষছেন অনেকে। কেউ কেউ আবার এটাকে নেতিবাচক দৃষ্টিতেও দেখছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন রাসেল বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগ করে আসছি। তিনি আমার আত্মীয় ঠিকই কিন্তু আমাদের আদর্শ ভিন্ন। আমার মনোনয়নে আমাদের এ সম্পর্ক কোনো বাধা হবে না। এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status