অনলাইন

তরুনীকে বিদেশে পাচারের অভিযোগ

রূপগঞ্জে মানবপাচারকারী চক্রের সদস্য আটক

স্টাফ রির্পোটার,রূপগঞ্জ থেকে

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৫:০৭ পূর্বাহ্ন

রূপগঞ্জের এক তরুনীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে দুবাই পাচারের অভিযোগে এক মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঐ তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাচারকৃত তরুণীর পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই রুপন চন্দ্র সরকার জানান, চলতি মাসের ৭ তারিখ রূপগঞ্জের পার্শ্ববর্তী সোনারগাঁও থানার বরপা বাদামতলী এলাকার বাচ্চু মিয়ার মেয়ে জোসনা আক্তারকে পার্লারে চাকুরীর প্রলোভন দিয়ে দুবাইয়ে পাঠায় উপজেলার তারাব বরপা এলাকার একটি মানবপাচারকারী সিন্ডিকেট। সেখানে পৌছানোর পর তাকে অনৈতিক জীবনের পথে ঠেলে দেয়ার চেষ্টা করেছে চক্রটি। এতে সে সম্মতি না দেয়ায় তাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে জানা যায়।

বর্তমানে সেখানে মানবেতর জীবন যাপন করছে জোসনা বেগম। এ ঘটনা জোসনা তার পরিবারের কাছে জানালে বুধবার বিকেলে তার মা নাজমা বেগম বাদী হয়ে মানবপাচার আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে পাচারকারী দলের সদস্য বরপা কেরামবোর্ড মোড়ের সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সেলিমসহ তার সহযোগীরা পালিয়ে গেলে মামলার এজাহার নামীয় আসামি সেলিমের স্ত্রী রাহিমা বেগমকে গ্রেপ্তার করে থানা পুলিশ। আটককৃতকে উল্লেখিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status