বিশ্বজমিন

ব্রেক্সিট: পদত্যাগ করেছেন উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী

মানবজমিন ডেস্ক

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৩:৩৯ পূর্বাহ্ন

বেক্সিট চুক্তি ইস্যুতে পদত্যাগ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র একজন মন্ত্রী। তিনি উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী শৈলেশ বড়া। ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী যে চুক্তি করছেন তাতে হতাশা প্রকাশ করেছেন শৈলেশ। বলেছেন, এ চুক্তির আওতায় বৃটেনের অর্ধেকটা ইউরোপীয় ইউনিয়নের ভিতরে থাকবে। আবার অর্ধেকটা থাকবে বাইরে। ব্রেক্সিট ইস্যুতে আজ বৃহস্পতিবার বৃটেনের হাউস অব কমন্সে এমপিদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী তেরেসা। সেখানে তার নিজ দলের এমপিরা ব্রেক্সিট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন। এমনও হতে পারে এ উদ্যোগের ফলে প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করানোর পথে যেতে পারে বৃটেন।  বুধবার রাতে বেক্সিট নিয়ে ৫ ঘন্টার উত্তপ্ত বিতর্কের পর ব্রেক্সিট ইস্যুতে মন্ত্রীপরিষদের সমর্থন পান তেরেসা মে।  চুক্তির পক্ষে অবস্থান নিয়ে তেরেসা মে বলেন, তার মাথা থেকে হৃদয় পর্যন্ত বলছে এই চুক্তিটি সঠিক আছে। তবে তিনি যদি এ পরিকল্পনা নিয়ে অগ্রসর হতেই থাকেন তাহলে তার বিরুদ্ধে কয়েকদিনের মধ্যে অনাস্থা ভোট ডাকার হুমকি দিয়েছে ইউরোপিয় ইউনিয়নপন্থিরা। আর এমনি এক সময়ে তেরেসা মে প্রথম তার মন্ত্রীপরিষদে ঝাঁকুনি খেলেন। তাকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, বৃটিশ জনগণ এর চেয়ে ভাল কিছুর দাবিদার।  
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় পদত্যাগ করেন উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী শৈলেশ বড়া। প্রধানমন্ত্রী তেরেসাকে উদ্দেশ্য করে তার মন্তব্য, তিনি অনির্দিষ্টকাল বৃটেনের পায়ে শেকল পড়াতে চাইছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন শৈলেশ বড়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status