অনলাইন

ফেনীতে অপহরণ ও ধর্ষণ মামলার রায় যুবকের যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১:২১ পূর্বাহ্ন

ফেনীর সোনাগাজীতে এক মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের ঘটনায় আবু সুফিয়ান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামী আবু সফিয়ানের বাবা আবুল বাশার ও মা বিবি মরিয়মকে বেকসুর খালাস দেয়া হয়েছে । আসামীরা সবাই উপজেলার বগাদানা ইউনিয়নের নদনা গ্রামের বাসিন্দা। দীর্ঘ শুনানীর পর আজ বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটার (পিপি) ফরিদ আহম্মদ হাজারী জানান, ২০১৩ সালে ১ আগষ্ট দুপুরে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকা থেকে বখাটে আবু সুফিয়ানসহ কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে জোর করে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অপহরণ করে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।
এঘটনায় ছাত্রী বড় ভাই বাদী হয়ে তিনজনকে আসামী করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষনের মামলা দয়ের করেন। ঘটনার কয়েকদিন পর পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীসহ তিন আসামীকে গ্রেপ্তার করে। মামলার তিন আসামী কিছুদিন পর জামিনে বের হন। মামলার তদন্ত শেষে ওই বছর ৪ অক্টোবর তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
এ মামলা দীর্ঘ বিচারকালে ছাত্রী নিজেসহ ১১জন স্বাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানীর পর আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলায় স্বাক্ষ্য প্রমানে দোষি স্বাব্যস্ত হওয়ায় আসামী আবু সুফিয়ানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। অপর দুই আসামী সুফিয়ানের বাবা ও মাকে মামলা থেকে খালাস প্রদান করেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে তিন আসামী উপস্থিত ছিলেন। পরে দন্ডপ্রাপ্ত আসামী আবু সুফিয়ানকে কারাগারে প্রেরণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status