বিনোদন

এবার কানাডায় ‘দেবী’

স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে ‘দেবী’ আগামীকাল বিশ্ববাজারে মুক্তি পাচ্ছে। কানাডায় দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২ শো নিয়ে যাত্রা শুরু করছে ‘দেবী’। কানাডার আরো ৪ টি শহরে উইনিপেগ, এডমন্টন, ক্যালগেরি, সারে (ভ্যানকুভার)-এ সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট  লোকেশনে ছবিটি মুক্তি পাবে ৩০শে নভেম্বর। এই ৪ টি শহরের পাশাপাশি  অটোয়া ও সাস্কাটুন এর একটি করে সিনেপ্লেক্স লোকেশনেও ৩০ তারিখ থেকে সব ঠিক থাকলে দেখা যাবে ‘দেবী’। ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কানাডায় বিশ্বের নামকরা সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে প্রতি লোকেশনে সপ্তাহজুড়েই চলবে ‘দেবী’। চাহিদা থাকলে সপ্তাহও বাড়তে থাকবে। আমরা আশা করি, দেবী কানাডায় আয়নাবাজির রেকর্ড ভেঙে ফেলবে। টরন্টো শহরে সিনেপ্লেক্সে টানা চার সপ্তাহ চলেছিলো ‘আয়নাবাজি’। অন্য ৩টি সিনেপ্লেক্সে চলেছিলো টানা দুই সপ্তাহ। বক্স অফিসে আয় করেছিলো ৪৮,০৫৫ কানাডিয়ান ডলার। ‘দেবী’ সিনেমার অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেছেন, হলিউড ও বলিউডের ছবির মতোই দেবী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে এটি গৌরবের বিষয়। তিনি প্রবাসী বাংলাদেশী ও বাংলা ভাষাভাষীদের দলে দলে দেবী দেখার আমন্ত্রণ জানান। স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, কেউ কেউ শুভমুক্তি আর একটি, দুটি শো প্রদর্শনীকে মিলিয়ে ফেলেন। এটি ঠিক নয়। ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী সিনেমা মুক্তি দিয়ে আসছে। দেবী আমাদের পরিবেশনায় আন্তর্জাতিক বাজারে ১২ নম্বর সিনেমা। টরন্টো ও মিসিসাগাতে আগামীকাল মুক্তি পাচ্ছে ‘দেবী’। টিকেট পাওয়া যাচ্ছে অনলাইনে ও সংশ্লিষ্ট সিনেমা হলের কাউন্টারে। সরকারী অনুদান ও জয়ার প্রযোজনায় অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, ইরেশ জাকের, অনিমেষ আইচ প্রমূখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status