প্রথম পাতা

ইসিতে আওয়ামী লীগ

ভোট একদিনও পেছানো ঠিক হবে না

স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন

ভোটের তারিখ পেছানো নিয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের দাবির বিরোধিতা করেছে আওয়ামী লীগ। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা গতকাল ইসির সঙ্গে বৈঠকের ঘণ্টাখানেকের মধ্যে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বাধীন এই দলটি সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে এক ঘণ্টা  বৈঠক করেন।

বৈঠকে বিদেশি পর্যবেক্ষক, নতুন ভোটার, বই বিতরণ, ইজতেমার প্রসঙ্গ টেনে ভোট না পেছানোর দাবি জানিয়েছে ক্ষমতাসীন দল।  বৈঠক থেকে বেরিয়ে এইচ টি ইমাম বলেন, গত কয়েকদিন ধরে ভোট পেছাতে যুক্তি উপস্থাপন করছে অনেকেই। খেয়াল করছেন না ভোটের পরে কী হতে পারে? আমরা সার্বিক বিষয়ে বলেছি নির্বাচন পেছানোর দাবি অমূলক। আর একদিনও পেছানো ঠিক হবে না। ভোট পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘাত ঘটানো হয়েছে ইসির কাছে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এই ধরনের ঘটনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল উল্লেখ করে বিএনপির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে ক্ষমতাসীন দলটি। এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

এই অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, এখানে এসে শান্তির কথা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলে। আর ২০১৩ সালের মতো, সন্ত্রাসের দিকে ফিরে যাব? এগুলো কিসের আলামত? আমরা ইসিকে বলেছি, নয়া পল্টনে সংগঠিত সন্ত্রাসী ঘটনা আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থি। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন মশিউর রহমান, দীপু মনি, ফজিলাতুন্নেসা বাপ্পী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন, কাজী ইমাম, রশিদুল আলম, সেলিম মাহমুদ, মারুফা আক্তার পপি, মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবলা। সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status