শেষের পাতা

অর্ধশতাধিক ক্রীড়া ব্যক্তিত্ব এবার নির্বাচনী মাঠে

সামন হোসেন

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৯ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তফসিল ঘোষণা হয়েছে। এ ঘোষণার পরই শহর, বন্দর আর গ্রামগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া। এই হাওয়ার ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও। এরইমধ্যে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের মনোনয়ন কিনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নির্বাচন করছেন বিএনপি থেকে। নির্বাচন করবেন এককালের সাড়া জাগানো ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুস সালাম মুর্শেদী, খুরশিদ আলম বাবুল, আরিফ খান জয়, সাইদুর রহমান প্যাটেল, ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় ও সাবেক হকি তারকা আরিফুল হক প্রিন্স। এদের বাইরে সংসদ নির্বাচনে প্রায় অর্ধশত ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় অংশ নেবেন। এদের মধ্যে ফুটবল, ক্রিকেট, হকি সংগঠকের পাশাপাশি সাঁতার, অ্যাথলেটিক্স, রোইং, সাইক্লিং, ভলিবলের সংগঠকও রয়েছেন। কেবল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকই নন, বিভিন্ন সময়ে ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন অনেকেই আসন্ন নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ এবং বিএনপির ক্রীড়া সংগঠক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, তাদের দলের অনেকেই মনোনয়ন দৌড়ে রয়েছেন। তবে কাগজ-কলমে কেউই চূড়ান্ত নন। সবাই মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। হারুনুর রশিদ নিজে নির্বাচন করতে চান লক্ষ্মীপুর-২ আসন থেকে। এই আসন থেকে তিনি ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি এই আসন থেকে আগে নির্বাচিত হয়েছিলাম।

দল মনোনয়ন দিলে এবারও নির্বাচন করতে চাই। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি’। সাবেক ফুটবলার আমিনুল হক দলীয় মনোনয়ন চাইছেন ঢাকা-১৪ ও ১৬ আসন থেকে। এই দুটি আসনের দলীয় মনোনয়ন ফরমও তিনি সংগ্রহ করেছেন। দেশের ফুটবলে উজ্জ্বল মুখ আমিনুল হক। দীর্ঘদিন খেলেছেন লাল-সবুজ জার্সি গায়ে, নেতৃত্বও দিয়েছেন দেশকে। খেলা ছেড়ে রাজনীতিতে নেমেছেন সুদর্শন এ ফুটবলার। বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন তিনি। দলীয় মনোনয়ন ফরম কিনে আমিনুল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আন্দোলনের অংশ হিসেবে তরুণের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনে জয়ী হয়ে দেশ মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারুণ্যের অংহকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।

টাঙ্গাইল-৫ আসন থেকে দলীয় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির সহকারী ক্রীড়া সম্পাদক সাবেক জাতীয় হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। এদিকে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই আছেন যারা বর্তমান সংসদ সদস্য। কেউ কেউ গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। আওয়ামী লীগ থেকে এদের অনেকের মনোনয়ন পাওয়া নিশ্চিত। অনেকে বাদ পড়বেন। নির্বাচনে সবচেয়ে বড় চমক জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার প্রার্থী হওয়া।

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করবেন তিনি। মাগুরা থেকে সাকিব আল হাসানের নির্বাচন করার গুঞ্জন উঠলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার মাগুরা-২ আসনের সংসদ সদস্য। ওই আসনে তার মনোনয়ন পাওয়া অনেকটা নিশ্চিত। যেমন নিশ্চিত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালী-৫ আসন থেকে। বীরেন শিকদারের আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা আহাদ আলী সরকার তার আসন নাটোর-২ থেকে নির্বাচন করার আগ্রহ নিয়ে এলাকায় কাজ করছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন নেত্রকোনা-৩ আসন থেকে। এবারও তিনি ওই আসনের প্রার্থী হবেন। আরিফ খান জয় ও গোলরক্ষক আমিনুল হক নিজ নিজ দলের মনোনয়ন পেলে একই সঙ্গে খেলা দুই ফুটবলারদের দেখা যাবে নির্বাচনী লড়াইয়ে। আবাহনী লিমিটেডের পরিচালক, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন রাজশাহী-৬ আসন থেকে।

তিনি বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এবারও ওই আসন থেকে তার মনোনয়ন প্রায় নিশ্চিত। বর্তমান সংসদ সদস্যদের মধ্যে নির্বাচন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। তিনি কিছুদিন আগে খুলনা-৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন, তা প্রায় নিশ্চিত।

আবাহনীর পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে। একই আসন থেকে এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাবের হোসেন চৌধুরী এবারও নিজ নিজ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল গতবার কুমিল্লা-১০ আসন থেকে এবং সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এই আসন থেকে মনোনয়ন চাইছেন বিশিষ্ট ফুটবল সংগঠক ও আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক উপকমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টু। ঢাকা মোহামেডানের সাবেক সহসভাপতি শরিফুল আলম কিশোরগঞ্জ-৭ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপির টিকিটে নির্বাচন করতে চাইছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনের সংসদ সদস্য। এবারও তিনি একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সাধারণ সম্পাদক এবং সভাপতি বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩ আসনে, বাফুফের সাবেক সভাপতি ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন।

মোহামেডান গভর্নিং বডির সাবেক সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী কুমিল্লা-১০ এবং কুমিল্লা-৬ উভয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। গতকাল তার তৃতীয় কন্যা ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস বাবার পক্ষে দলীয় মনোনয়ক কিনেছেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও টেবিল টেনিস ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম চৌধুরী মুন্সীগঞ্জ-১, সাবেক জাতীয় ফুটবলার মোহামেডানের ফুটবল কর্মকর্তা ও নাগরপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা খুরশিদ আলম বাবুল টাঙ্গাইল-৬, নোয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭, জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও ব্রাদার্স ইউনিয়নের ডাইরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহম্মেদ মহি ব্রাহ্মনবাড়িয়া-৬ আসন থেকে সরকার দলের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে নৌকার প্রার্থী হতে চান আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মুমিনুল হক সাইদ।

শেখ রাসেল ক্রীড়া চক্রের পৃষ্ঠপোষক জহিরুল হক মোহন নরসিংদী-৩ (শিবপুর), ফুটবল কমিটির চেয়ারম্যান শামসুল আলম চুন্নু বরিশাল-৬ (বাকেরগঞ্জ) ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী পটিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। সাবেক ফুটবলার ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন থেকে গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। একই আসন থেকে এবারও তিনি নিজ দল জাতীয় সমাজতাতিন্ত্রক দল (জাসদ) থেকে নির্বাচন করবেন তা এক প্রকার নিশ্চিত। ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাবের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে। তিনি এবারও একই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

সাবেক অ্যাথলেট মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন মানিকগঞ্জ-১ আসন থেকে। এবারও একই আসন থেকে তার মনোনয়ন নিশ্চিত। মানিকগঞ্জ-২ আসনে মনোনয়ন চাইছেন সাবেক ফুটবলার, বিসিবির সাবেক পরিচালক দেওয়ান সফিউল আরেফীন টুটুল। তিনি আওয়ামী লীগেরও সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। ওই আসনে মনোনয়ন দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী বিশিষ্ট সংগীত শিল্পী মমতাজ। এছাড়া বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু সিলেট-৩ আসন থেকে, সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ জাকের পার্টি থেকে ঢাকা-৫ ও ১৪ আসনে নির্বাচন করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status