এক্সক্লুসিভ

নি র্বা চ নী হা ল চা ল (ঢাকা ১৮)

প্রার্থী নিয়ে কৌতূহল

এমএম মাসুদ

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে (উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, খিলক্ষেত ও তুরাগ) নিজ নিজ দলের টিকিট পেতে জোর চেষ্টা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় প্রার্থী হতে দৌড়ঝাঁপ চলছে প্রধান দুই দলেই। তবে এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের পরিবর্তে থাকতে পারে চমক। অবশ্য এবারও সাহারা খাতুনসহ ১৮জন মনোনয়ন ফরম কিনেছেন। এদিকে মাঠে না থাকলেও নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। এ ছাড়া আসনটিতে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীদেরও কয়েকটি স্থানে পোস্টারিং লক্ষ্য করা গেছে।

৫ লাখ ৫৫ হাজার ৭১৩ জন ভোটারের আসনটিতে গত দুই মেয়াদে আওয়ামী লীগ থেকে সাহারা খাতুন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুন পেয়েছিলেন ২ লাখ ১৩ হাজার ৩৩২ ভোট। আর বিএনপি প্রার্থী আজিজুল বারি হেলাল পেয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৭৮৬ ভোট। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের সাহারা খাতুন পান ১ লাখ ৬০ হাজার ৮২০ ভোট। আর বিএনএফ প্রার্থী মো. রহমান নাজিম পান ৬ হাজার ৪১৭টি ভোট। আলোচ্য বছরে বিএনপি নির্বাচন বর্জন করে।

কিন্তু এবার আসনটিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা হাবিব হাসানসহ প্রায় ১৮ জনের মতো মনোনয়ন তুলে দলীয় প্রার্থী হতে জোর চেষ্টা চালাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে বয়সের কারণে এবার সাহারা খাতুনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম বলেও অনেকেই মনে করেন। দল যাকেই মনোনয়ন দিবে তার জন্যই কাজ করবে আওয়ামী লীগ। এ ছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নাজমা আকতার ও বেগম রোকেয়া। তাদের দুই জনেরই পোস্টার ও ফেস্টুন উত্তরার আজমপুর মোড়, হাউজ বিল্ডিং মোড়সহ এই আসনের বিভিন্ন সড়কের মোড়ে লক্ষ্য করা গেছে।

উত্তরখান ইউনিয়নের ছাত্র লীগের সাবেক নেতা রাজু আহমেদ রানা বলেন, বর্তমান যিনি এমপি আছেন তার অবস্থান ভালো না। জননেত্রী শেখ হাসিনা যদি নমিনেশন পরিবর্তন করেন, তাহলে আমরা আশা করবো, মোহাম্মদ হাবিব হাসান। হাবিবও যদি বাদ যান, তাহলে চমক হিসেবে প্রভাবশালী কোনো ব্যবসায়ী মনোনয়ন পেতে পারেন বলে তিনি মনে করেন।

এদিকে ২০০৮ সাল থেকে হাতছাড়া আসনটি আগামী নির্বাচনে পুনরুদ্ধার করতে চায় বিএনপি। এজন্য দলের মনোনয়ন চেষ্টায় আছেন বিএনপির স্থানীয় ৩ জন নেতা। জানা গেছে, আসনটি দখলে আনতে আবার মাঠে নেমেছেন এই আসনে বিএনপির পুরনো এমপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) কামরুল ইসলাম। এ ছাড়া বাহাউদ্দিন সাদি, এম কফিল উদ্দিন আহমেদ ও এসএম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

দক্ষিণখান থানা বিএনপির একজন কর্মী বলেন, আমরা নিজেরাই তো ঘরে থাকতে পারি না। সড়কে, দেয়ালে ব্যানার ফেস্টুন আশা করেন কিভাবে। তবে নির্বাচন যদি নিরপেক্ষ হয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড হয়, শুধু ঢাকা-১৮ আসন নয় বরং সারা দেশেই বিএনপি জয়লাভ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় নেতারা বলছেন, সরকারের চাপে মাঠে না থাকলেও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত।

এদিকে ঢাকা-১৮ আসনে চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, বাহাউদ্দিন আহমেদ বাবুল ও জাকির হোসেন মৃধা জাতীয় পার্টির ব্যানারে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। এই আসনে বিএনএ জোটের প্রার্থী হিসেবে আখতার হোসেনের নাম শোন যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের পোস্টারিং লক্ষ্য করা গেছে।

সরজমিনে দেখা যায়, সমগ্র উত্তরাজুড়ে শোভা পাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ছবিযুক্ত পোস্টার আর ব্যানার। তার ব্যানার ও পোস্টারে উল্লেখ আছে ঢাকা-১৮ আসন থেকে এমপি হিসেবে তাকেই দেখতে চান সমর্থকরা। এ ছাড়া সেখানে হাবিব হাসান, জয়নাল আবেদীন ও যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারের পোস্টার, ব্যানার, ফেস্টুন চোখে পড়ছে।
নির্বাচনী প্রচারণা হিসেবে পোস্টার সাঁটানো হয়েছে উত্তরা এলাকার গণপরিবহনগুলোয়। প্রত্যেকের ফেস্টুন ও ব্যানারে সরকারের উন্নয়ন, নৌকায় ভোট দেয়ার আহ্বান এবং তাদের এমপি হিসেবে দেখতে চাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। এদিকে উত্তরখান ও দক্ষিণখান এলাকার মাজার রোড, আটিপাড়া, মৈনারটেকসহ বিভিন্ন রাস্তায় সারি সারি দড়ি বেঁধে ঝোলানো হয়েছে পোস্টার-ব্যানার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status