বাংলারজমিন

তানভীর আহমেদ সিদ্দিকীকে নিয়ে গাজীপুর বিএনপিতে নানা আলোচনা

ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

গাজীপুরে বিএনপি নেতৃবৃন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। চেষ্টা করছেন নির্বাচনী মাঠে নামতে। নির্বাচন উপলক্ষে গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপ্রত্যাশী হয়ে জেলার বিভিন্ন আসনে ফরম তুলছেন দলের নেতৃবৃন্দ। অন্যদিকে, নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন চূড়ান্ত করার আগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে আবারো বিএনপিতে ফিরিয়ে নেয়ায় তাকে ঘিরে নতুন করে নির্বাচনী আগ্রহ সৃষ্টি হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির জোট ভাগাভাগিতে গাজীপুর-৩ আসন ছেড়ে দিতে হতে পারে কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকীকে।
অন্যদিকে মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গাজীপুর-২ আসনের বিএনপির নেতৃত্বাধীন জোটের মনোনয়নপ্রত্যাশী সাবেক মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান ও তার ছেলে ব্যবসায়ী মঞ্জুরুল করিম রনির পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়েছে। একই আসনে সাবেক এমপি মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের পক্ষে টঙ্গীর বিএনপি নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন। গাজীপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ভাওয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সুরুজ আহম্মেদ মঙ্গলবার গাজীপুর-১ ও গাজীপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন  ফরম কিনেছেন। এ পর্যন্ত গাজীপুর বিএনপি নেতাদের মধ্যে তিনিই জেলার দুটি আসনে মনোনয়নপত্র কিনেছেন। গাজীপুর-২ আসনে মনোনয়ন ফরম কিনছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর জেলা ছাত্রদল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু। গাজীপুর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। এর আগে সোমবার গাজীপুর-২ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, গাজীপুর-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ’র আসনে এবার মনোনয়ন ফরম তুলেছেন শাহ্‌ রিয়াজুল হান্নান। গাজীপুর-১ আসন থেকে আপন দুই ভাই মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। এ সময় তার আরো দুই ভাই পরিবহন শ্রমিক নেতা সুলতান উদ্দিন সরকার ও অপর ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব সরকার তার সঙ্গে ছিলেন। রাসেল সরকারের ভাই মহানগর শ্রমিক দল আহ্বায়ক সিটি ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার একই আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন পেতে দলের মনোনয়ন ফরম কিনেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী আবারো বিএনপিতে ফিরে আসায়, তাকে গাজীপুর-১ আসনে মনোনয়ন দেয়া হতে পারে এমন আলোচনা রয়েছে জেলাজুড়ে। সে ক্ষেত্রে ওই আসনে সাবেক এই মন্ত্রীর সঙ্গে নির্বাচনী লড়াই হবে বর্তমান মন্ত্রী জেলা আওয়ামী লীগ সভাপতি আকম মোজাম্মেল হকের। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগিতে গাজীপুর-৩ আসনে কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকীকে ছেড়ে দিতে হতে পারে। এমন বিষয় মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়ায় একটু হতাশ হচ্ছেন বিএনপির এই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী স্থানীয় নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status