ইলেকশন কর্নার

গফরগাঁওয়ে আলোচনায় গোলন্দাজ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

 ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সাবেক এমপি প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের ক্যারিশম্যাটিক নেতৃত্বে এই আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে এই আসনের এমপি আলতাফ হোসেন গোলন্দাজের পুত্র ফাহমি গোলন্দাজ বাবেল। ১৯৯০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৫টি জাতীয় সংসদ নির্বাচন ও ২টি উপজেলা পরিষদ নির্বাচন মোট ৭টি নির্বাচনের মধ্যে ৬টি নির্বাচনেই বিজয়ী হয় গোলন্দাজ পরিবার থেকে। গত ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হয়েছিলেন ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহাম্মেদ। গফরগাঁওয়ের রাজনীতিতে নবাগত প্রার্থী ক্যাপ্টেন (অব.) গিয়াসউদ্দিনকে নির্বাচনে বিজয়ী করতে গোলন্দাজ পরিবারের ছিল বিশেষ ভূমিকা। ওই বছর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় গোলন্দাজ পরিবারের সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলকে নৌকার মনোনয়ন দেয়া হয়। রেকর্ডসংখ্যক ভোট পেয়ে ফাহমি গোলন্দাজ বাবেল এমপি নির্বাচিত হয়। গফরগাঁও আসনে গত ৫ বছরে হাজার কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞকে কাজে লাগিয়ে দলীয় টিকিট নিয়ে নির্বাচনী বৈতরনি পার হতে চেষ্টা করছে। আবার শাসক দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কমপক্ষে আরো অর্ধডজন নেতা চাইছে ‘গোলন্দাজ উত্তরাধিকার’ থেকে দলকে বাইরে আনা। এদিকে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপিও চাইছে গফরগাঁওয়ের দীর্ঘদিনের ‘গোলন্দাজ মিথ’ ভেঙে রাজনীতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে। তাদের লক্ষ্য হলো গফরগাঁওয়ের রাজনীতি থেকে গোলন্দাজ প্রভাব মুছে ফেলা। সব মিলিয়ে গফরগাঁওয়ে এবারও ভোটের লড়াইয়ে জমজমাট ‘গোলন্দাজ’ ইস্যু। স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, আমার পিতা আলতাফ হোসেন গোলন্দাজ আমার রাজনীতির প্রেরণা। জননেত্রী শেখ হাসিনার অতি প্রিয়, অতি বিশ্বস্ত আলতাফ হোসেন গোলন্দাজ এত কাজ করে গেছেন, তার নেতৃত্বে গফরগাঁওবাসী এত শান্তিতে-স্বস্তিতে ছিল, মানুষ তাকে ভুলতে পারবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status