খেলা

ডেম্বেলেকে আচরণ পাল্টাতে বললেন ফ্রান্স কোচও

স্পোর্টস ডেস্ক

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৩:১২ পূর্বাহ্ন

উসমানে ডেম্বেলের শৃঙ্খলা নিয়ে মোটেও খুশি নন বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দে। সেজন্য রোববার রিয়াল বেটিতসের ম্যাচে এ ফরাসি ফরোয়ার্ডকে দলেও রাখেননি। ডেম্বেলের এমন আচরণ নিয়ে বার্সা কোচের সঙ্গে সুর মেলালেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও। জানালেন, উঠতি এ তারকার এমন আচরণ বেশ পুরনোই। গত বছর শত মিলিয়ন ইউরো খরচ করে বরুশয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে দলে টেনেছিল বার্সা। কিন্তু এরপরও এত দামি ফরোয়ার্ডকে বেশিরভাগ সময়ই বসে থাকতে হয় সাইডবেঞ্চে। পেছনে মূল কারণ ডেম্বেলের অপেশাদারিত্ব। বেশিরভাগ সময়ই অনুশীলনে দেরি করে আসেন ডেম্বেলে। ড্রেসিংরুমেও তার আচরণ বেশ প্রশ্নবিদ্ধ। এসব কান্ডে বেশ বিরক্ত বার্সা কোচ। সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী ফ্রান্সের কোচ দেশমও বললেন, জাতীয় দলেও একই আচরণ করেন ডেম্বেলে। আর দেরি করে আসার সময় কোনো না কোনো অজুহাত তৈরি করেই আসেন এ ফরোয়ার্ড। দেশ বলেন, আমি জানি সে যখন দেরি করে আসে তার কোনো না কোনো অজুহাত তৈরিই থাকে। সে নিজেকে রক্ষা করতে গিয়ে বলে আমিও কিন্তু একা না। উসমানের দেরি করে আসার পুরনো অভ্যাস আছে। তাই বলে ডম্বেলের উপর থেকে ভরসা হারাচ্ছেন না ফ্রান্স কোচ। পরামর্শ দিচ্ছেন আচরণ পাল্টানোর জন্য, সে বেশ তরুণ একজন খেলোয়াড়। একদিন নিজেকে শোধরাবে এমন আশাও হারাচ্ছি না। কিছু কিছু বিষয় সে প্রতিনিয়তই করে যাচ্ছে। তবে যতদ্রুত নিজেকে সংশোধন করবে ততই সবার জন্য মঙ্গল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status