দেশ বিদেশ

ঢাকা-১৪

সর্বত্রই নির্বাচনী আমেজ

পিয়াস সরকার

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ১:৩৯ পূর্বাহ্ন

ঢাকা-১৪ আসন। শাহ আলী, দারুস সালাম, রূপনগর থানা ও সাভারের কাউন্দিয়া ইউনিয়নের একাংশ নিয়ে এ আসন। অনেক আগে থেকেই এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। তবে এই আমেজের মধ্যেও ভোটারদের মনে বাসা বেঁধেছে শঙ্কা। তারা নির্বিঘেœ ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা তাদের। তবে শঙ্কা যাই থাকুক, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছেন এই এলাকার ভোটাররা। আর এই আশা নিয়েই ভোটের হিসাব কষছেন, প্রার্থীকে চুলচেরা বিশ্লেষণ করছেন।

গত দু’দিন এই নির্বাচনী আসনটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে গেছে এলাকা। বড় বড় বিলবোর্ড শোভা পাচ্ছে। চলছে শোডাউনও। তবে তা একপক্ষের মধ্যেই সীমাবদ্ধ। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই সক্রিয়। এ আসনে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ অন্যদের তৎপরতা এখনো চোখে পড়েনি।

ইউরোপিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী ও শাহ আলী কলেজ এলাকার বাসিন্দা ডিকেন্স মাহমুদ বলেন, আমার পরিবার একটি রাজনৈতিক দলের সমর্থক হলেও আমি ভোট দেব প্রার্থীর যোগ্যতা দেখে। সেই যোগ্যতার মাপকাঠিও তার কাছে রয়েছে। একই এলাকার ফয়সাল মাহমুদ। তিনি এবারই প্রথম ভোট দেবেন। বলেন, উন্নয়নের পাশাপাশি যিনি তরুণদের ভাবনা বুঝবেন তাকেই ভোট দেবেন।
জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী আওয়ামী লীগ। তবে তাদের মধ্যে মনোনয়ন কার হাতে যাচ্ছে এই নিয়ে রয়েছে দ্বিধা। যোগ্য ব্যক্তিকে টিকিট না দিলে মনের ভিতর একটা দ্বিধা থাকবে বলেও জানান অনেক নেতাকর্মী। দলের নেতৃবৃন্দ যাকে মনোনয়ন দেবেন তার সঙ্গেই কাজ করার কথা জানান শাহ আলী থানা আওয়ামী লীগ কর্মী আবুল কাশেম মোল্লা। অপরদিকে কেন্দ্রীয় কার্যক্রমে সচল বিএনপি। প্রকাশ্যে তারা গণসংযোগে এখনো না নামলেও কৌশলী প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিএনপি কর্মী নাসির আনাম বলেন, আমরা দেশ ও গণতন্ত্রের জন্য লড়াই করি। এবার দেশে গণতন্ত্র ফিরবে বলেও আশা করেন তিনি।

জানা গেছে, এ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান এমপি আসলামুল হক এবং সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন দলীয় মনোনয়ন দৌড়ে রয়েছেন। এর বাইরে দলীয় মনোনয়নের চেষ্টা চালাচ্ছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনাম, মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। এ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন চলচ্চিত্র অভিনেতা ও সাবেক কমিশনার মনোয়ার হোসেন ডিপজল। বিএনপিতে আলোচনায় রয়েছে কয়েকজনের নাম। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এ আসন থেকে মনোনয়ন কিনেছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য এসএ খালেকের ছেলে এসএ সিদ্দিক সাজুও মনোনয়ন দৌড়ে রয়েছেন। এ ছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সী বজলুল বাসিদ আনজু, উত্তর বিএনপির সহসভাপতি রবিউল আউয়াল, সাবেক কমিশনার মাসুদ খান, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের সহধর্মিণী ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার স্বামী সাইদুর রহমান নিউটন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর মিষ্টি একই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি।

অন্যদিকে বিএনপির সাবেক এমপি এসএ খালেকের ছেলে এসএ সিদ্দিক সাজু ১৯৯১ সাল থেকেই বাবার হয়ে প্রতিটি নির্বাচনে থেকে কাজ করেছেন। ২০১৪ সাল থেকে মিছিল-মিটিংয়ে সক্রিয় আছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি।
এ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু ইউসুফ। প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status