বাংলারজমিন

নাসিরনগরে সংবাদ সম্মেলনে বক্তারা

‘১১ জন থেকেই মনোনয়নের দাবি’

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বিএনপি ও স্বাধীনতা বিরোধী চক্র ঘেঁষা। তিনি এলাকায় স্থায়ী ভাবে আগেও ছিলেন না। এখনো থাকেন না। তিনি সব সময় ঢাকামুখী। তার কাছে এখানকার তৃণমূল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কোনো মূল্যায়ন নেই। আচরণও নানাভাবে প্রশ্নবিদ্ধ। এ জন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ সংগ্রামকে চায় না। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের ১১ জন নেতা সাবেক মন্ত্রী ৫ বারের এমপি প্রয়াত ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার নাসিরনগর প্রেস ক্লাবে ১১ মনোনয়ন প্রত্যাশীর পক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার রায়, আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মীর বশির আহমেদ, রেজা উদ্দিন আহমেদ লিটন, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার খানম রেবা প্রমুখ। বক্তারা উপরোল্লিখিত কথাগুলো বলে তাদের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানিয়েছেন তৃণমূলের নেতারা। ১১ জনের কেউ মনোনয়ন পেলে আমরা পূর্বের ঐতিহ্য অবশ্যই ধরে রাখতে পারবো।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ১১ জন মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, নাসিরনগরের ৫ বারের নির্বাচিত এমপি ও পরবর্তীতে মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী প্রয়াত ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনু, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক আলহাজ মো. নাজির মিয়া, সৈয়দ এহসানুল হক,  কৃষকলীগের কেন্দ্রীয় নেতা এমএ করিম, নাসিরনগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব, আলী আশরাফ, প্রকৌশলী ইখতেশামুল কামাল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা এমবি কানিজ, একেএম আলমগীর, অ্যাডভোকেট রাখেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status