বাংলারজমিন

মুন্সীগঞ্জ-২

ভোটের মাঠে এমিলি

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ থেকে

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু নির্মাণসহ সরকারের বড় উন্নয়ন আর সাফল্য এখন ভোটের মাঠে। স্থানীয় নারী সংসদ সদস্য এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রায় প্রতিদিনই মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম, ইউনিয়নের কর্মিসভা ও গণসংযোগ এবং সরকারি অনুষ্ঠানগুলোতে নৌকা মার্কায় ভোট চাইছেন। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এর প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ায় এবং সেতুকে ঘিরে বিভিন্ন আঞ্চলিক, লিংক সড়ক  সংস্কার ও নির্মাণ এবং নতুন নতুন ব্রিজ নির্মাণ হওয়ায় এই আসনে নৌকার পালে হাওয়া লেগেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই উন্নয়নের ফসল আওয়ামী লীগ ঘরে তুলতে চায়। মুন্সীগঞ্জ-২ সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, বিএনপি আমলে তার নির্বাচনী এলাকা ছিলো অবহেলিত। আওয়ামী লীগ সরকার গঠনের পর এখানে শ’ শ’ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। নারীদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী বিশেষ আইনসহ নানা প্রণোদনা গ্রহণ করেছেন। নারীরা স্বাবলম্বী হওয়ার জন্য নানা উদ্যোগও গ্রহণ করেছেন। আমার নির্বাচনী এলাকায় উন্নয়নে, শান্তিতে, শৃঙ্খলায় এবং নারীদের মর্যাদা সর্বোচ্চ স্থান পায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায়।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status