বাংলারজমিন

মৌলভীবাজার-২

জোট-মহাজোটের ২১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগ থেকে ১১ জন, বিএনপি তথা ঐক্যফ্রন্ট থেকে ৫ জন, জাতীয় পার্টি থেকে ৪ জন এবং জাসদ ১ জনসহ মোট ২১ জন প্রার্থী গতকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এরই মধ্যে অনেকেই মনোনয়ন ফরম পূরণ করে জমাও দিয়েছেন। জেলার ৪টি আসনের মধ্যে কুলাউড়া থেকে সর্বাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে কুলাউড়া আসনে এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয় এবং জমা দেয়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় চলছে। সমীকরণ জটিল হওয়ায় শেষতক চূড়ান্তভাবে কারা আসছেন, এ নিয়েও কর্মী-সমর্থকরা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বুধবার শেষদিনেও আরো এমপি  প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করলে এ সংখ্যা আরো বাড়তে পারে। জানা যায়, এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এম শাহীন, বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপি (একাংশের) সভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য কামরুজ্জামান জুবেদ।  আওয়ামী লীগ থেকে বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, ২০০৮ সালের মহাজোট প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, সিলেট বিএমএ সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status