খেলা

ব্যালন ডি’অরের শীর্ষ তিনে নেই মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক

১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:০৪ পূর্বাহ্ন

বিগত ১০ বছরে যা হয়নি, এবার কী তাই হতে যাচ্ছে? লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কি প্রথমবার বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট ছাড়াই বছর শেষ করছেন? এরই মধ্যে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে মেসি-রোনালদোর এক দশকের আধিপত্যের অবসান টানেন লুকা মদরিচ। বর্ষসেরা খেলোয়াড়ের আরেক মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর দেয়া হবে আগামী ৩’রা ডিসেম্বর। খ্যাতনামা ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’র দেয়া ব্যালন ডি’অরেও নিজেদের আধিপত্য হারাতে যাচ্ছেন গ্রহের অন্যতম দুই সেরা ফুটবলার। ফাঁস হওয়া খবর সেই ইঙ্গিতই দিচ্ছে! ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ভোটাভুটি প্রক্রিয়া অর্ধেক শেষ। আর ফ্রেঞ্চ সাংবাদিক এরিক ম্যামরুথের দাবি, মেসি ও রোনালদোর দুইজনের কেউই শীর্ষ তিনে নেই। গত ১০ বছর ‘গোল্ডেন বল’ ভাগাভাগি করে নেন মেসি ও রোনালদো (পাঁচবার করে)। নিজের টুইটার পেজে শীর্ষ তিনজনের নাম প্রকাশ করেন ফ্রেঞ্চ রেডিও স্টেশন ‘আরএফআই’তে কর্মরত ম্যামরুথ। সবার ওপরে শোভা পাচ্ছে লুকা মদরিচের নাম। এরপরেই রয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডিফেন্ডার রাফায়েল ভারান ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলা মদরিচ ইউয়েফা বর্ষসেরার পাশাপাশি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের আসনে বসেন। এই অভিজ্ঞ মিডফিল্ডারের সামনে এবার ‘হ্যাটট্রিকের’ হাতছানি! ইউয়েফা ও ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়েও মদরিচের পেছনে থাকেন রোনালদো ও মোহাম্মদ সালাহ। গত মাসে ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল’র সম্পাদকীয় দল। নির্বাচিত সাংবাদিকদের ভোটে দেয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। একজন পাঁচটি করে ভোট দিতে পারবেন। আর শীর্ষ পাঁচ বাছাইয়ে প্রথম ভোট ৬ পয়েন্টের সমান। পরের চার ভোটের পয়েন্ট যথাক্রমে ৪, ৩, ২, ১। উল্লেখ্য, এবারের ব্যালন ডি’অরের তাৎপর্য অনেক। প্রথমবারের মতো বর্ষসেরা নারী ফুটবলার ও সেরা তরুণ (অনূর্ধ্ব-২১) খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’র সঙ্গে একীভূত ছিল ব্যালন ডি’অর। যার নামকরণ করা হয় ‘ফিফা ব্যালন ডি’অর’। ৬ বছরের চুক্তি শেষে ২০১৬ সাল থেকে পৃথক হয়ে যায় ফিফা ও ব্যালন ডি’অর। আর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের নাম পরিবর্তন করে ফেলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যা এখন ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ নামে পরিচিত। টানা দুইবার ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার’ পুরস্কার জেতেন পর্তুগালের মহাতারকা রোনালদো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status