অনলাইন

ঐক্যফ্রন্টকে আগামীকাল সাক্ষাতের সময় দিয়েছে ইসি

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৩৩ পূর্বাহ্ন

নির্বাচন পেছানোসহ আরও কিছু দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার দুপুরে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে দলটির মুখপাত্র এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামীকাল দুপুর ১২টায় তারা নির্বাচন কমিশনে যাবেন।
তবে কমিশনের পক্ষ থেকে ঐক্যফ্রন্টকে বুধবার বিকাল সাড়ে ৩টায় সাক্ষাতের সময় দিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আজ সন্ধ্যায় এমন তথ্য জানান।

দুপুরে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইসি। তাই নির্বাচন এক মাস পেছানোর দাবি জানাতে কমিশনে যাবেন তারা।
সেসময় তিনি আরও জানান, আগামী ১৬ই নভেম্বর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রসঙ্গত, আজ দুপুরে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক করে ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status