দেশ বিদেশ

১০ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার

১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:০৪ পূর্বাহ্ন

 বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে ১০ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। তারা হলেন- দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী, চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সৈয়দ শহীদুল হক জামাল, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আবদুল হান্নান, বিএনপির শিক্ষা সম্পাদক আলমগীর কবির ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান, টাঙ্গাইলের বাশাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উল্লাহ পারভেজ, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মানিক সওদাগর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়। চিঠিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদনের প্রেক্ষিতে নির্দেশক্রমে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে। দল আশা করে তারা এখন থেকে থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত করবেন। যাদের সবাইকে নানা সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়াও দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক স্বেচ্ছায় অব্যাহতি নেয়া চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এসএ সুলতান টিটুকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
এদিকে, ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কৃত হয়েছিলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের অন্যতম পরিচালক আলহাজ এমএ হান্নান। দীর্ঘদিনেও তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় বা অন্য কোনো দলের সঙ্গে সম্পৃক্ত না হয়ে বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন। তার সে ভূমিকার কারণে অবশেষে বহিষ্কারাদেশ তুলে নিয়ে তাকে দলে ফিরিয়েছে বিএনপি।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status