শেষের পাতা

আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন সিইসির ভাগ্নে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন। তিনি ইতিমধ্যে মনোনয়ন ফরম কিনে জমাও   দিয়েছেন। সরকারি দলের মনোনয়ন ফরম কেনায় তার নির্বাচনী এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি শুক্রবার মনোনয়ন সংগ্রহ করে রোববার তা জমা দেন। এসএম শাহজাদা মানবজমিনকে বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছি। আমার আসন থেকে আওয়ামী লীগের ২০ জনের অধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। তবে আমি মনোনয়ন পাবো বলে আশাবাদী।

দলীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন চারবারের নির্বাচিত এমপি আলহাজ আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন। তিনি ছাড়াও ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী সাবেক এমপি আলহাজ গোলাম মাওলা রনি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, দশমিনা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, অ্যাডভোকেট মো. ফোরকান মিয়া, মো. শাহআলম হাওলাদার, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা অ্যাডভোকেট এসএম ফজলুল হক, মো. তসলিম সিকদার, কামরান শহিদ প্রিন্স মোহাব্বাত, ডা. মো. শাহজাহান, মো. হিরন আহম্মেদ, আমেরিকা প্রবাসী মো. ইদ্রিস আহমেদ ও সিইসি’র ভাগ্নে এস.এম শাহজাদা সাজুসহ মোট ১৫ জনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার খবর নিশ্চিত হওয়া গেছে। আইটি ইঞ্জিনিয়ার এসএম শাহজাদা সাজুর ‘সুন্দরবন টাইলস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ছোটবেলা থেকে নিজ এলাকার বাহিরে থাকায় তেমন পরিচিত ছিলেন না তিনি। তবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে এখন তিনি আলোচনার কেন্দ্রে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status