বিশ্বজমিন

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৩১

মানবজমিন ডেস্ক

১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

 ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। গতকাল আরো ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুনে পুড়ে নিহতের সংখ্যা অতীতে দাবানলের কারণে মারা যাওয়ার সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
বাট কাউন্টি শেরিফ কোরি হোনিয়া রোববার সন্ধ্যায় জানান, উদ্ধারকৃত ছয়টি মরদেহের মধ্যে পাঁচটি তাদের বাড়ির সামনে এবং অপর একটি গাড়ির মধ্যে পোড়া অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছে আরো ২০০ মানুষ। আশেপাশের কিছু এলাকায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেখানে বোঝার মতো অবস্থা নেই যে সেখানে মানুষ বসবাস করতো।   
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিনির্বাপক বিষয়ক দপ্তরের মুখপাত্র স্কট ম্যাক্লিন এর আগে জানিয়েছেন, প্যারাডাইস শহরের মৃতের সঠিক সংখ্যা সমপর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। উত্তর স্যাক্রামেন্টো নামের একটি পাহাড়ি অঞ্চলের প্রায় ৯০ মাইল এলাকার বাসিন্দারা দাবানলের আগুনে দগ্ধ হয়েছে। সেখানে  মৃতদের শরীর এতটাই পুড়ে গেছে যে, তাদেরকে চিহ্নিত করাও কঠিন। কর্তৃপক্ষ আগুনে পুড়ে মারা যাওয়া এসব ব্যক্তিকে চিহ্নিত করতে ডিএনএ টেস্টের একটি মোবাইল ল্যাবের ব্যবস্থা করবেন। শুক্রবার থেকে ছড়িয়ে পড়া দাবানলের আগুনে ৬ হাজার ৭ শ’ বাড়ি এবং ব্যবসাকেন্দ্র পুড়ে গেছে। এর থেকেও বেশি সংখ্যক বন্যপ্রাণী পুড়ে গেছে যা ক্যালিফোর্নিয়ায় এর আগে কখনো ঘটেনি। শনিবার দাবানলের আগুনের মাত্রা ২০ শতাংশ কমলেও এটি ১ লাখ ৫ হাজার একর জুড়ে ছড়িয়ে পড়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status