খেলা

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ দল সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলে গত জুলাই-আগস্টে। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে দেশে ফেরে টাইগাররা। আর আইসিসির সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও সুখবর পেলো বাংলাদেশ। উন্নতি করেন সাকিব-মোস্তাফিজ-মাহমুদুল্লাহ-সাব্বিররা। এর মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থান চোখে পড়ার মতো। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে আসেন তিনি। পাকিস্তান-নিউজিল্যান্ড ও ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ শেষে গতকাল র‌্যাঙ্কিং আপডেট করা হয়। ভারত ও পাকিস্তান দুই দলই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ (৩-০) করে। ব্যাটসম্যানদের শীর্ষস্থান ধরে রাখেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। শীর্ষ ৩০-এ বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান সাব্বির রহমান। এক ধাপ এগিয়ে ২৭তম স্থানে শোভা পাচ্ছে সাব্বিরের নাম। মাহমুদুল্লাহ ৩৫, তামিম ইকবাল ৪০, সৌম্য সরকার ৪৪, সাকিব আল হাসান ৪৫, মুশফিকুর রহিম ৪৯ ও লিটন দাস ৭৩তম স্থানে। যথারীতি বোলিংয়ের শীর্ষ দুইয়ে স্পিনার রশিদ খান (আফগানিস্তান) ও শাদাব খান (পাকিস্তান)। বোলারদের শীর্ষ ৩০-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাকিব ও মোস্তাফিজুর রহমান। এক ধাপ করে এগিয়ে সাকিব ১১তম ও মোস্তাফিজ ১৮তম অবস্থানে। রুবেল হোসেন ৪৫, মাহমুদুল্লাহ ৬৮, নাজমুল ইসলাম অপু ৭৪ ও  তাসকিন আহমেদ ৯০ নম্বরে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কার থিসারা পেরেরার সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ। দুইজনের রেটিং পয়েন্ট ২১৩। টেস্টের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের তৃতীয় স্থান অপরিবর্তিত। শীর্ষ পাঁচে আর কোনো পরিবর্তন নেই। শীর্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে আফগানিস্তানের মোহাম্মদ নবী ও দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। শীর্ষ চারজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৩৪৫, ৩১৩, ৩১০ ও ২২৫। দলীয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম। রেটিং পয়েন্ট ৭৭। ১০ পয়েন্ট এগিয়ে নবম স্থানে শ্রীলঙ্কা। শীর্ষ দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে পাকিস্তান। যথাক্রমে ১৩৮ ও ১২৭। সবশেষ সিরিজ থেকে পাকিস্তান ২ ও ভারত ৩ রেটিং পয়েন্ট অর্জন করে। পঞ্চম ও সপ্তম স্থানে থাকা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ৪ পয়েন্ট খোয়ায়। দুই দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১১২ ও ১০২। তৃতীয় ও চতুর্থ স্থানধারী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্ট সমান ১১৮। ছয়ে দক্ষিণ আফ্রিকা (১১১) ও আটে আফগানিস্তান (৯২)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status