বিনোদন

মা-বাবার জ্ঞাতসারেই আলিয়া সম্পর্কে রয়েছেন রণবীরের সঙ্গে

কলকাতা প্রতিনিধি

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ১:৩৯ পূর্বাহ্ন

 মাত্র ২৪ ঘন্টার জন্য কলকাতায় উড়ে এসেছিলেন বালিউডের হার্টথ্রব আলিয়া ভাট। কলকাতায় এসেছিলেন কলকাতা চলচ্চিত্র উৎসবে মা সেনি রাজদান অভিনীতি ‘ইয়োরস ট্রুলি’ ছবির প্রদর্শন উপলক্ষে। ছবিটিতে মহেশ ভাটও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় নাগ। আর কলকাতায় এসেই মা-বাবার সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হয়ে বলেছেন, এতেদিন আমার ছবির সময় মা সঙ্গে থাকতেন। এবার আমি মায়ের ছবির সঙ্গে থাকতে এসেছি। এদিনের সংবাদ সম্মেলনে মা সোনি রাজদানি ও বাবা মহেশ ভাটের সঙ্গে ছিলেন আলিয়াও। তবে এই ছবিতে নেই আলিয়া। রোববারের মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলের সুইমিং পুলের ধারে সাংবাদিকরা মেয়ের বিয়ে নিয়ে এক ঝাঁক প্রশ্ন করেছিলেন। উত্তর থেকে জানা গেছে, মেয়ে যে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সেটা বাবা-মা দুজনেই ভাল করে জানেন। তাদের জ্ঞাতসারেই চলছে প্রেমপর্ব। মা সোনি রাজদানিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আগামী বছরই কি আলিয়া-রণবীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন? উত্তরে সোনি বলেছেন, এই প্রশ্নটা আসা স্বাভাবিক। এই মুহূর্তে ওরা ডেট করছে বলে শোনা যায়। কিন্তু এটা আলিয়ার ব্যাক্তিগত জীবন। তাই এ প্রসঙ্গে আজ কোনও মন্তব্য করতে পারব না। তবে এসব বলার সময় সোনির মুখে লেগেছিল হাসি। প্রেমটা যে বেশ গভীর তা মাও টের পেয়েছেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে বাবা মহেশ ভাট বলেছেন, এই প্রশ্নটা আসবেই। কারণ, আলিয়ার রণবীরের সঙ্গে সম্পর্কে রয়েছে। কিন্তু ওরা বিয়ে করতে চায় কিনা সেটা ওরাই ঠিক করবে, যখন সময় আসবে। তিনি আরও বলেছেন, আমি বাবা হিসেবে মনে করি, এটা নিয়ে সামান্য মাথা ঘামানোর কোনো প্রয়োজন রয়েছে। কারণ, ওরা প্রাপ্তবয়স্ক। এই প্রশ্নের উত্তর ওরাই দিতে পারবে। যদি ওরা মনে করে এই প্রশ্নের উত্তর দেওয়ার তাহলে ওরাই দেবে। আর আমি ওদের সেই স্পেসটা দিই, সেটাই প্রাপ্য। তবে বিয়ের ব্যাপারে স্পষ্ট উত্তর পাওয়া না গেলেও আলিয়া যে রণবীরের সঙ্গে প্রেমে রয়েছেন সেটা মা-বাবা দুজনেই উপভোগ করছেন। এদিকে কলকাতায় পা দিয়েই ইন্সটাগ্রামে পোস্ট করে আলিয়া বলেছেন, হোটেলে পৌঁছেই বললাম, প্লিজ, আমাকে খেতে দিন। এতো ভাল লাগে আমার এ শহরের খাবার খেতে। সরষে দেওয়া মাছ-সবজি। হোটেল থেকে বলল, সন্দেশ পাঠাচ্ছি। আমি বললাম, মিস্টি খাব না। এখন ডায়েট করছি।    
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status