বিশ্বজমিন

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৬

মানবজমিন ডেস্ক

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:৪২ পূর্বাহ্ন

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে তালেবানদের বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ সেনাসদস্যও রয়েছে। গতকাল দেশটির বাঘলান প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল জাজিরা। বাঘলান প্রাদেশিক  পরিষদের প্রধান সাফদের মোহসিনি জানান, তালেবানদের এ হামলায় ১২ জন সেনাসদস্য ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিন সেনাসদস্য। এ ছাড়াও তারা দুই সেনাসদস্যকে অপহরণ করেছে। তিনি আরো জানান, হামলায় নিহত সেনাসদস্যদের মরদেহ সরিয়ে নেয়ার সময় তালেবানদের ফেলে যাওয়া বিস্ফোরকে চার স্থানীয় অধিবাসী মারা যান। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে।  উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান জঙ্গিগোষ্ঠী প্রায়ই বোমা হামলা চালায়। বিশেষ করে তারা নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে এ হামলা চালায়। সম্প্রতি কয়েক মাসে নিরাপত্তা বাহিনী এবং সরকারি অফিসগুলোতে তালেবানদের হামলা দেশটির সেনাদের বেশ চিন্তিত করে তুলেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status