দেশ বিদেশ

হোন্ডার মোটরসাইকেল কারখানার উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৯ পূর্বাহ্ন

বিশ্ববিখ্যাত জাপানের শীর্ষস্থানীয় অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানি ও বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি) যৌথ মালিকাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) মুন্সীগঞ্জের গজারিয়ায় আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে নতুন মোটরসাইকেল উৎপাদন শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই কারখানায় বছরে ১ লাখ মোটরসাইকেল উৎপাদন করা সম্ভব হবে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই কারখানার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিএসইসি’র চেয়ারম্যান মিজানুর রহমান, জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি, হোন্ডা মোটর কোম্পানির সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর ও প্রডাকশন অপারেশন্স চিফ অফিসার ইয়োশি ইয়ামানে, নোরিয়াকি আবে, মাসায়াকি ইগারাশি ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োইচিরো ইশি। ইয়োইচিরো ইশি বলেন, সুলভমূল্যে সেরা মানের মোটরসাইকেল এদেশের মানুষের হাতে তুলে দেয়াই আমাদের একমাত্র লক্ষ্য।

অনুষ্ঠানে জানানো হয়, ২৫ একর জমির উপর নির্মিত কারখানায় ২৩০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। মোটরসাইকেল কারখানায় বিএসইসির শেয়ার ৩০ শতাংশ ও হোন্ডার ৭০ শতাংশ। শুরুতে নতুন কারখানায় প্রায় ৩৯০ লোকের কর্মসংস্থান হচ্ছে। আগামী কয়েক বছরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। এ ছাড়া ২০২১ সালের মধ্যে কারখানায় মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য ২ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। মোটরসাইকেল কারখানার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরই বাজারে আসছে বাংলাদেশে  তৈরি হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল। গত বছরের ৫ই নভেম্বর কারখানার নির্মাণ কাজ শুরু হয়। প্রতিশ্রুতি অনুযায়ী এক বছরের মধ্যে কারখানা স্থাপন করে উৎপাদনে এসেছে হোন্ডা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status