বাংলারজমিন

মানবিক ব্যাংকের অমানবিক আচরণ

প্রতীক ওমর, বগুড়া থেকে

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:২৮ পূর্বাহ্ন

টানা ৩৬ ঘণ্টা ডিউটি করছেন  ইসলামী ব্যাংকের পিয়ন পোস্টের কর্মচারীরা। দিনে পিয়ন এবং রাতে পাহারাদার হিসেবে ডিউটি করতে বাধ্য করছেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানবিক ব্যাংকের বিরুদ্ধে এমন অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কর্মচারীরা। বিষয়টি নিয়ে ব্যাংকের ঊর্ধ্বতনরা কেউ মুখ খুলছেন না। তারা দায়িত্ব এড়ানোর জন্য একে অপরের সঙ্গে কথা বলতে বলছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের অধীনে দেশের  সব শাখায় পিয়ন পদে কর্মরত রয়েছেন প্রায় ১২শ’ কর্মী। তাদের সঙ্গে এমন অমানবিক আচরণ করছে ব্যাংক কর্মকর্তারা। বিষয়টি ভুক্তভোগীরা একাধিকবার ব্যাংকটির প্রধান কার্যালয়কে লিখিতভাবে জানানো হলেও কোনো লাভ হয়নি। বরং অভিযোগকারীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং  চাকরিচ্যুতির  হুমকি দেয়া হচ্ছে।  বাংলাদেশ ব্যাংকের চাকরি নীতিমালা অনুযায়ী একজন কর্মকর্তা কর্মচারী ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে বাধ্য নয়। কোনো কারণে যদি অতিরিক্ত কাজ করতে হয় সেই সময় পাঁচ ঘণ্টার বেশি হবে না। আর অতিরিক্ত সময় দেয়ার জন্য তাদের মূল্য দিতে হবে। তারপরে ২০১৪ সাল থেকে ইসলামী ব্যাংকের পিয়নদের ওপর জুলুম করা হচ্ছে। আর পিয়নরা তাদের ওপর চাপিয়ে দেয়া অমানবিক আচরণের কথা কাউকে বলতেও পারছেন না। কারণ বললেই চাকরি চলে যাবে। এই পদগুলোতে সচরাচর আর্থিক সমস্যা আছে এমন পরিবারের লোকজন বেশি চাকরি করেন। সঙ্গত কারণেই চাকরি চলে গেলে তাদের পথে বসতে হবে। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যাংক কর্তৃপক্ষ টানা ৩৬ ঘণ্টা কাজ করতে বাধ্য করছে তাদের। খোঁজ নিয়ে জানা যায়, প্রত্যেক শাখায় রাতের জন্য দুইজন নৈশ প্রহরী থাকার কথা। কিন্তু নৈশ প্রহরী সঙ্গে একজন করে পিয়নকে দায়িত্ব দেয়া হয়। ফলে দিনে পিয়নের ডিউটি শেষে রাতে নৈশ প্রহরী হয়ে যান তারা।  বিষয়টি জানিয়ে একাধিক দপ্তরে চিঠি দেয়া হয়েছে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাপরিচালক, শ্রম অধিদপ্তরের যুগ্মপরিচালক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা-পরিদর্শক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বরাবরে এসব নির্যাতিত কর্মচারীরা অভিযোগ দিয়েছেন। তারপরেও চারবছরে কোনো সুরাহা করেনি ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে নিম্নপদের এসব কর্মচারীর মধ্যে দিনদিন ক্ষোভের দানা বড় হচ্ছে। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত সমাধান চেয়েছেন কর্তৃপক্ষের কাছে। এদিকে, পিয়নদের এই মানবিক বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ২০১৬ সালের ৬ই ডিসেম্বর ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণের জন্য পত্র দেয়া হয়েছে। বিআররিপিডি (টাস্কফোর্স)/৬১৩/১৪/২০১৬৮০৪১ স্মারকে দেয়া পত্রের প্রায় দুইবছর পেরিয়ে গেলেও ইসলামী ব্যাংক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এ বিষয়ে ইসলামী ব্যাংকে সেপ্টি এন্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) হাবিবুর রহমান বলেন, ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সেলের কর্মীদের দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পিয়নদের এই কাজে কেন লাগানো হয় জানতে চাইলে বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। বরং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর (ডিএমডি) কাউছার আলীর সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, পিয়নদের দিয়ে নাইট গার্ডের দায়িত্ব পালন করানো হয় না। মাঠপর্যায়ে গিয়ে বাস্তব এ চিত্র দেখা গেছে। এমন প্রশ্নের উত্তরে তিনি মানবসম্পদ বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে মানবসম্পদ বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান জানান, পিয়নদের দিয়ে রাতে গার্ডের কাজ করানো হয় না। তিনি বিষয়টি সম্পর্কে ব্যাংকের ডিএমডি ইয়াহিয়ার সঙ্গে কথা বলতে বলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status