বাংলারজমিন

আইনমন্ত্রীর বিপরীতে দলের মনোনয়নপত্র কিনেছেন ৭ জন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৯:২৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বিপরীতে দলের মনোনয়নপত্র কিনেছেন আরো ৭ জন। তারা হচ্ছেনÑ এই আসনে দু-বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহআলম, কেন্দ্রীয় যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নারায়ণ সাহা মনি, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দাবাদ গ্রামের সৈয়দ শামসুল আলম, শিকারপুর গ্রামের অ্যাডভোকেট আবু আমজাদ, নূরপুর গ্রামের অ্যাডভোকেট আলমগীর, সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা জি এইচ এম কাজল। মন্ত্রীসহ মোট ৮জন দলের মনোনয়নপত্র কিনলেন এই আসনের জন্য। গত দু-দিনে তারা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মনোনয়ন নিশ্চিত বলেই ধরে নিয়েছেন নির্বাচনী এলাকার দুই উপজেলার মন্ত্রীর অনুগত দলের নেতাকর্মী-সমর্থকরা। আরো আগেই তার নির্বাচন পরিচালনায় কমিটি করা হয়েছে। নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে তার পক্ষে দেয়াল লিখন শুরু হয়েছে কয়েক মাস আগেই। আনিসুল হককে নৌকা মার্কায় ভোট দেয়ার কথা বলা হয়েছে দেয়াল লিখনগুলোতে। দলের মনোনয়নে মন্ত্রীর অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি অ্যাডভোকেট মো. শাহআলম। তিনি এবং আরেক মনোনয়ন প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায় এলাকায় যেতে পারছেন না দীর্ঘদিন ধরে। ফেসবুকে অপপ্রচারে যোগসাজশ থাকার অভিযোগে মামলার আসামি হয়েছেন দু-জনই। অ্যাডভোকেট শাহআলমকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে। এ ছাড়া তাদের কয়েক’শ সমর্থক মামলার আসামি হয়ে এলাকা ছাড়া। অনেকে রয়েছেন জেলে। শাহআলমের পোস্টার সাঁটানোর সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলা দেয়া হচ্ছে। নির্বাচনী এলাকার কোথাও তার পোস্টার আস্ত রাখা হচ্ছে না। এমনকি জেলা শহরে লাগানো পোস্ট ছিঁড় ফেলা হচ্ছে। এরই মধ্যে অ্যাডভোকেট আনিসুল হককে দলের একক প্রার্থী ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status