বিনোদন

মমতাজের অন্যরকম প্রস্তুতি

স্টাফ রিপোর্টার

১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৮:১১ পূর্বাহ্ন

অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। বিশেষ করে ফোক গানে তার তুলনা কেবল তিনিই। সর্বশেষ তার কণ্ঠে ‘লোকাল বাস’ শিরোনামের গানটি ছিল সুপারহিট। এই গানের ভিডিওতে তার পারফরমেন্সও প্রশংসিত হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মমতাজ অবশ্য এখন নতুন গান খুব কম করছেন। স্টেজেই ব্যস্ত সময় পার করছেন। তার মধ্যে থেকেও ‘দেবী’ ছবিতে পাওয়া গেছে তাকে। প্রীতম হাসানের সুর ও সংগীতে ‘দোয়েল পাখি কন্যারে’ শিরোনামের এ গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। এরইমধ্যে গানটি বেশ প্রশংসিতও হয়েছে শ্রোতামহলে। এদিকে মমতাজ
সংসদ সদস্য হিসেবে ব্যস্ত থাকার পাশাপাশি এখন স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত। দেশের বিভিন্ন স্থানে বড় মাপের শোগুলোতে পারফর্ম করছেন তিনি। আর সামনেই তাকে পাওয়া যাবে আন্তর্জাতিক লোকসংগীত উৎসবেও। তিনদিনব্যাপী এ উৎসব শুরু হবে ১৫ই নভেম্বর। আর এখানে বাংলাদেশ থেকে কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করবেন। মমতাজও এবার নিজের পরিবেশনা নিয়ে হাজির হবেন এ উৎসবে। নিজের জনপ্রিয় ফোক গানগুলোই এখান পরিবেশন করবেন তিনি। এ বিষয়ে মমতাজ বলেন, এটি আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। এ উৎসব ফোক গানকে বিশ্ব দরবারে আরও পরিচিত করবার জন্য বিশেষ ভূমিকা পালন করে আসছে। এবার তার চতুর্থ আসর অনুষ্ঠিত হবে। তাই এখানে গাওয়ার জন্য একটু অন্যরকম প্রস্তুতি গ্রহণ করছি। শ্রোতাদের পছন্দের গানগুলোই তালিকায় রাখছি। আশা করছি ভালো কিছু হবে। এদিকে নতুন গান করা প্রসঙ্গে মমতাজ বলেন, সত্যি বলতে নতুন গান করার সময় হয়ে ওঠে না। আবার অনেক গান পাই যেগুলো পছন্দ হয় না। পছন্দের বাইরে গান গাইতে চাই না। অডিও এবং চলচ্চিত্র যা-ই হোক না কেন, ভালো ও ভিন্নধর্মী গান গাইতে চাই। সামনে হয়তো এরকম কিছু গানে আমাকে পাওয়া যাবে। এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে মনোনয়নপত্র কিনেছেন মমতাজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status