ভারত

মাওবাদী আতঙ্কের মধ্যেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন

কলকাতা প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৫:২১ পূর্বাহ্ন

পরপর দুদিন মাওবাদী হামলার পর আতঙ্কের মধ্যেই সোমবার ছত্তিশগড়ের প্রথম পর্বের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্বে রাজ্যের ১৮টি আসনে নির্বাচন হবে। তবে এই কেন্দ্রগুলির বেশিরভাগই মাওবাদী অধ্যুষিত এলাকায় হওয়ায় নির্বাচন কমিশনকে বিশেষ সতর্কতা নিতে হচ্ছে। বস্তার, সুকমা, দান্তেওয়াড়ার এসকল স্পর্শকাতর কেন্দ্রগুলি নিয়েই নির্বাচন কমিশন বিশেষভাবে চিন্তিত। এই অঞ্চগুলিতে মাওবাদীরা খুবই শক্তিশালি।
ইতিমধ্যেই মাওবাদীদের পক্ষ থেকে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। ফলে সোমবার নির্বাচনের দিন মাওবাদী হামলার আশঙ্কা রয়েছে। গত ১৫ দিনে কম করে তিনটি নাশকতামূলক ঘটনা তারা ঘটিয়েছে। এই সব ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন । তার মধ্যে ৮ জনই নিরাপত্তা কর্মী৷ ভোটের মুখে মাও অধ্যুষিত এলাকা বস্তার ও রাজনন্দগাঁও থেকে ৩০০টি আইইডি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। তাই বাড়তি সতর্কতা হিসেবে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীকে নামানো হয়েছে।
সূত্রমতে জানা গিয়েছে, প্রায় ৬৫০ কোম্পানি আধা সামরিক বাহিনীকে নামানো হচ্ছে নির্বাচন নির্বিঘেœ স¤পন্ন করার জন্য। এছাড়া রাজ্য পুলিশের তরফে ৬৫ হাজার পুলিশ কর্মীকে ভোটে নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের দিন বিভিন্ন বুথগুলিতে বিশেষ করে অতিরিক্ত স্পর্শকাতর এলাকার বুথগুলিতে আকাশপথে নজরদারি চালানো হবে।
রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, ৬৫০টি বুথে আকাশপথে নজরদারি চলবে। বিমানবাহিনী ও বিএসএফের ১০টি হেলিকপ্টার এই নজরদারি চালাবে। ছত্তিশগড়ে দ্বিতীয পর্বের নির্বাচন হবে ২০শে নভেম্বর।
উল্লেখ্য, ছত্তিশগড় সহ ৫ রাজ্যের নির্বাচনকে আগামী লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বিশ্লেষকরা সেমিফাইনাল হিসেবে চিহ্নিত করেছেন।
যে ৫ রাজ্যে নির্বাচন হচ্ছে, সেগুলি হলো- ছত্তিশগড়, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশ ও মিজোরামে এক দিনেই ২৮শে নভেম্বর নির্বাচন হবে। আর রাজস্থান ও তেলেঙ্গানায় একদিনেই নির্বাচন হবে ৭ই ডিসেম্বর। ৫ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশিত হবে ১১ই ডিসেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status