বিশ্বজমিন

ইরানি নারীদের স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা উঠছে

মানবজমিন ডেস্ক

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ১:৩৭ পূর্বাহ্ন

৩৫ বছরের মধ্যে প্রথম বারের মত ইরানি নারীরা শীর্ষ পর্যায়ের কোনো ক্রিড়া প্রতিযোগিতা সরাসরি দেখতে পারবেন। ইসনা নিউজের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, রাজধানী তেহরানে আয়োজিত এশিয়া চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ উপভোগ করতে চলেছেন হাজারো ইরানি নারী। বিশ্লেষকরা ধারণা করছেন, এরই মাধ্যমে নারীদের বিষয়ে দেশটির রক্ষণশীল অবস্থান ভাঙতে চলেছে। এর আগেও অল্প অল্প করে নারীদের ফুটবল ম্যাচ দেখার সুযোগ দিয়েছে ইরান সরকার। গত মাসেও ইরান বনাম বলিভিয়া ম্যাচে ১০০ নারীকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হয়। ধারণা করা হচ্ছে, এশিয়া চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে কয়েক হাজার নারী উপস্থিত থাকবেন।
ইতিমধ্যে নারীদের স্টেডিয়ামে আসার উপর থাকা নিষেধাজ্ঞা সরিয়ে নিতে ইরান সরকারের সঙ্গে কাজ শুরু করেছে ফিফা। তবে রাতারাতি এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে করছে না সংস্থাটি। এ বছর মার্চেও খেলা দেখতে আসায় ৩৫ নারীকে গ্রেপ্তার করে ইরান সরকার। ওই ম্যাচেই ফিফার প্রেসিডেন্ট ও ইরানের ক্রিড়ামন্ত্রী মাসুদ সোলটানিফার উপস্থিত ছিলেন। ১৯৭৯ সালে ইরানে এন্টি-ওয়েস্টার্ন বিপ্লব সংগঠিত হয়। এরপর থেকেই দেশটিতে পুরুষের খেলায় নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ১৯৮১ সাল থেকে ফুটবল ম্যাচে নারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। এই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন অনেকেই। নারীদের অধিকার নিয়ে কাজ করছে এরকম একটি সংগঠনের মুখপাত্র জানিয়েছেন, এটি ইরানী নারীদের স্বপ্ন ছিল। আমরা সাধারন মানুষরা এ নিয়ে আনন্দিত ও উচ্ছাসিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status