বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশের ছবি ক্ষুব্ধ চলচ্চিত্র প্রেমীরা

কলকাতা প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ১:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ প্রযোজনায় একের পর এক ছবি তৈরির মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র তৈরি করা হচ্ছে। অথচ কলকাতায় ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কোনো বিভাগেই বাংলাদেশের চলচ্চিত্রকে জায়গা দেওয়া হয় নি। এ বছর বাংলা চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে উৎসবে নানা আয়োজন রয়েছে। অথচ বাংলাদেশের চলচ্চিত্রকে মূল বিভাগে বাদ রাখায় কলকাতার চলচ্চিত্র প্রেমীদের অনেকেই ক্ষুব্ধ। এ ব্যাপারে অভিমত জানতে উৎসব কমিটির চেয়ারম্যান অভিনেতা প্রসেনজিৎয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি। গত এক দশকের বেশি সময় ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত দেখানো হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। কখনো দুটি, কখনো তিনটি ছবিও দেখানো হয়েছে। গত বছরে  উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব  করেছিলেন পরিচালক আবু সাঈদ। তার পরীক্ষামূলক ছবি ‘এক কবির মৃত্যু’ দেখানো হয়েছিল প্রতিযোগিতামূলক বিভাগে।  এ বছর কোন রহস্যজনক কারণে বাংলাদেশের ছবি বাদ পড়ল তার কোনও উত্তর চেষ্টা করেও জানা যায়নি। তবে বিভিন্ন সুত্রে জানা গেছে,  উৎসব কর্তৃপক্ষ শেষ মুহূর্তে স্বল্পদৈর্ঘ্য বিভাগে নাকি ২টি বাংলাদেশের চলচ্চিত্রকে জায়গা করে দিয়েছে । অবশ্য উৎসবের ওয়েব সাইটের অফিসিয়াল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকাতেও কোনো বাংলাদেশি চলচ্চিত্রের নাম নেই। ‘গিন্নি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রক বাংলাদেশের বলে দাবি করা হলেও সেটির তবে পরিচালক ভারতের স¤্রাট দাস । তাই সরকারিভাবে সেটিকে ভারতের চলচ্চিত্র বলেই উল্লেখ করা হযেছে।  তবে এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আবুল হায়াৎ। বাংলাদেশের কাইনেটিক নেটওয়ার্ক এটির প্রযোজক বলে জানানো হয়েছে। এদিকে এবারের চলচ্চিত্র উৎসবে বাংলা চলচ্চিত্রেরই জয় জয়কার। বাংলা চলচ্চিত্রের শতবর্ষে বাংলাদেশের কোনো কালজয়ী চলচ্চিত্রকেই জায়গা দেওয়া হয় নি। এই অভিযোগও উঠতে শুরু করেছে। উৎসবে দেখানো হবে ১৪ টি কালজয়ী বাংলা ছবি। এছাড়া সুপ্রিয়াদেবীকে নিয়ে হবে স্পেশ্যাল ট্রিবিউট। দেখানো হবে তার অভিনীত ‘মেঘে ঢাকা তারা’ ছবিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status