বিনোদন

আক্ষেপ মেটালেন শাহরুখ

বিনোদন ডেস্ক

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

একদিকে তিনি কিং খান। অন্যদিকে তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উঠতেই যে সমস্ত দর্শক উচ্ছ্বসিত হয়ে পড়বে সেটাই স্বাভাবিক।  ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঘটলোও তাই। সমস্ত ব্যস্ততার মধ্যেও প্রত্যেকবারের মতো এবার নেতাজী ইন্ডোরে ছুটে আসেন কিং খান। বক্তব্য রাখতে উঠে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সকল অতিথিকে অভ্যর্থনা জানাতেও ভুললেন না তিনি। মঞ্চে বক্তব্য রাখতে উঠে শাহরুখ স্বীকার করে নেন তিনি বাংলাতেই এসে স্মার্ট হয়েছেন। আগে এমনটা ছিলেন না।  শাহরুখের কথায়, যখন থেকে তিনি কলকাতা নাইট রাইডার্সের টিম কিনেছেন তখন থেকেই তিনি স্মার্ট হয়েছেন। তার মতে বাংলায় বুদ্ধিমান লোকেরা থাকেন। তবে কিং খানের আফসোস, তার ছবি ভালো নয়, চলচ্চিত্র উৎসবে দেখানোর উপযুক্ত নয়। তাই মমতা দির কাছে ভাই শাহরুখের অনুরোধ, অন্তত ২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একবার তার আগামী ছবি ‘জিরো’র ট্রেইলার দেখানোর অনুমতি দেওয়া হোক। আবদারের সুরে মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে নিয়ে মঞ্চে সকলের সামনে ‘জিরো’ ট্রেইলার প্রদর্শন করেন বলিউড বাদশা। এক কথায় বলা যেতে পারে, অভিনব কায়দায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ ব্যবহার করে ‘জিরো’ প্রমোশনও সেরে ফেলেন কিং খান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status