বিনোদন

আলাপন

‘ভক্তদের কথা বিবেচনা করেই নির্বাচনে প্রার্থী হচ্ছি না’

কামরুজ্জামান মিলু

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ১০:০৩ পূর্বাহ্ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল থেকেই প্রার্থী হচ্ছেন না তিনি। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন শাকিব। এর আগে, রোববার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কিনবেন এবং এদিনই জমা দেবেন বলে জানিয়েছিলেন এ ঢালিউড সুপারস্টার। গাজীপুরের একটি আসন থেকে নির্বাচন করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে আপাতত তিনি নির্বাচনের দিকে ঝুঁকছেন না। সিনেমা ও সিনেমা জগতের মানুষ নিয়েই থাকতে চান। সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে শাকিব খান বলেন, আমি নির্বাচনে অংশ নেবো-এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেখলাম আমার অনেক ভক্ত কষ্ট পেয়েছেন। তারা চাইছেন আমি যেন সিনেমার সঙ্গেই থাকি। আমার কাছে দর্শক-ভক্তরা আগে। তাদের ভালোবাসায় আমি শাকিব খান। সুতরাং তাদেরকে অগ্রাহ্য করে কিছু করা আমার জন্য মঙ্গলজনক হবে না বলেই মনে হয়েছে। তাই ভক্তদের কথা বিবেচনা করেই নির্বাচনে প্রার্থী হচ্ছি না। এদিকে ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক সমস্যা লেগেই আছে। আর তেমন ভালো ছবি নিয়মিত বড়পর্দায় না পাওয়ার  কারণে দর্শক খুব কমই হলমুখী হচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে সিনেমা ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে একদিন। এ প্রসঙ্গে অভিমত জানতে চাইলে ঢালিউডের নাম্বার ওয়ান তারকা শাকিব খান বলেন, আমি ইন্ডাস্ট্রিকে ধ্বংস হতে দিব না। যতদিন সম্ভব ভালো কাজ করে যাবো। ডিজিটাল যুগে এসে শুধু বাজেট না, চ্যালেঞ্জটাও বেড়েছে আমাদের। আমি তো মাঝে ভারতের প্রোডাকশনে বেশকিছু কাজের প্রস্তাব পাওয়ার পরও ছেড়ে দিলাম। সেটা কিসের জন্য? এই ইন্ডাস্ট্রিকে আবার নতুন করে গড়তে হবে আমাদের। ভালো কাজ করে যেতে হবে। সেই চেষ্টাই করছি এখন। আমি দর্শকদের জন্য খুব শিগগিরই ভিন্ন কয়েকটি কাজ নিয়ে হাজির হতে যাচ্ছি। শাকিব খান আরো বলেন, ইন্ডাস্ট্রির এত খারাপ সময় আর কখনো দেখিনি। তবে আমাদের প্রধানমন্ত্রী শিল্পীদের নিয়মিত অনুদান দিচ্ছেন, তাদের পাশে দাড়াচ্ছেন। কেউ উনার কাছে গেলে খালি হাতে ফিরতে হয় না। এটা সত্যিই যে কোনো শিল্পীর জন্য ভালোলাগার বিষয়। তিনি ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, শিল্পীদের ভালোবাসেন। তাই ইন্ডাস্ট্রির সমস্যাগুলো চিহিৃত করে সমাধানও করবেন বলে বিশ্বাস করি আমি। আলাপনের এক পর্যায়ে এসে জানতে চাওয়া হয়, শিল্পী সমিতির সামনের নির্বাচনে কি আপনি আবারো অংশ নিয়ে শিল্পীদের সেবা করতে আগ্রহী? জবাবে শাকিব খান বলেন, আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কয়েকদিন আগে এ বিষয়ে অভিনেতা ডিএ তায়েব ভাইয়ের সঙ্গে কথা হলো। তিনিও চাইছেন এমন। তিনি তো এরইমধ্যে শিল্পীদের জন্য বেশকিছু কাজও করেছেন। তবে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি এখনো কিছু ভাবছি না। নির্বাচনের জন্য তো এখনো সময় আছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া যাবে। এখন ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য ভালো কাজ করে যেতে হবে আমাদের। যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে। শাকিব খান সবশেষ ‘ক্যাপ্টেন খান’ এবং ‘নাকাব’ ছবি দুটিতে ভিন্নরুপে হাজির হন। ঢালিউড কিংখ্যাত নায়ক শাকিব খান কখনো দর্শকের সামনে ‘শিকারী’, ‘নবাব’, আবার কখনো ‘চালবাজ’ বা ‘ভাইজান’ হয়ে হাজির হয়েছেন। সামনে কি রুপে দর্শক তাকে দেখতে পাবেন জানতে চাইলে বলেন, গুণী নির্মাতা কাজী হায়াত ভাই একটি দারুণ গল্প লিখেছেন। শোনার পরই খুব ভালো লেগেছে আমার। ছবির নাম ‘বীর’। সামনে মাসে এ ছবির কাজ শুরু করব। ঢাকাসহ বিভিন্ন লোকেশনে এর কাজ হবে। বর্তমানে শাকিব খান শাহীন সুমন পরিচালিত ‘একটা প্রেম দরকার’ এবং শামিম আহমেদ রনীর ‘শাহেনশাহ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে দেশীয় ছবি নিয়ে ব্যস্ত থাকা এই হিরো কলকাতার ছবিতে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। তাই জানতে চাওয়া, কলকাতার নতুন ছবির বিষয়ে কি ভাবছেন কিং খান? জবাবে এই শীর্ষনায়ক বলেন, কলকাতার বেশ কিছু ছবির কাজ নিয়ে কথা চলছে। সামনের সপ্তাহে সেখানে যাওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে কলকাতা গিয়ে বেশকিছু সিনেমার গল্প শুনব। ভালো লাগলে কাজ করবো। তবে এখন আমার কাছে আমার ইন্ডাস্ট্রি আগে, তারপর অন্য জায়গা। এই ইন্ডাস্ট্রির সকলে ভালো কাজ করুক এটাই চাওয়া আমার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status