দেশ বিদেশ

গাজীপুরে চ্যালেঞ্জের মুখে চুমকি-রহমত আলী

ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

গাজীপুর-৫ নির্বাচনী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এই আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক ভিপি জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান আজ সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন। মনোনয়ন পাবার ব্যাপারে দু’জনই পুরোপুরি আশাবাদী। অন্যদিকে, গাজীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তুলে এরই মাঝে জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। অ্যাডভোকেট রহমত আলী বয়োবৃদ্ধ হওয়ায় নিজে নির্বাচনে না গিয়ে এবার নির্বাচনে প্রার্থী করতে চাচ্ছেন তার ছেলে দুর্জয়কে। আওয়ামী লীগে দুর্জয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। এ দু’জন নতুন প্রার্থীর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও সমানে সমান। এই দুই প্রার্থীকে ঘিরে তাদের কট্টর সমর্থক নেতাকর্মীদের মধ্যে যেমন রয়েছে আগ্রহ, তেমনি রয়েছে উৎকণ্ঠা। গত এক বছরের বেশি সময় ধরেই নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে তাদের রয়েছে নানা ধরনের প্রতিযোগিতামূলক ও প্রচার কার্যক্রম। স্থানীয় আওয়ামী লীগও দুটি ধারায় বিভক্ত এই দুই নেতাকে ঘিরে। জেলার ৫টি আসনের মধ্যে গাজীপুর-৫ আসনে বর্তমান প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির এবং গাজীপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য রহমত আলীর ঘরে এবার দলীয় মনোনয়ন থাকছে কিনা, সেই আলোচনাই রয়েছে আওয়ামী লীগে ও জেলা জুড়ে। দলীয়ভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন গাজীপুরের বর্তমান এই দু’জন সংসদ সদস্য। তাদের দলীয় প্রতিপক্ষ কোনো ভাবেই ছাড় দিতে রাজি নয়। বিগত কয়েক মাসের নানা কার্যক্রমে এমন চিত্রই ফুটে উঠেছে।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির কট্টর সমর্থকরা বলছেন, গত দুই টার্মে এলাকায় দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান আরো সুসংহত করেছেন। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ময়েজ উদ্দিন আহমেদের মেয়ে। সব মিলে চুমকির মনোনয়ন নিশ্চিত বলে দাবি তাদের। অন্যদিকে, আখতারুজ্জামানের কট্টর কর্মী-সমর্থকগণ রয়েছেন উৎফুল্ল অবস্থায়। তারা বলছেন, গত দুই টার্ম ধরে সংসদ সদস্য থাকার পর এবং বর্তমানে মন্ত্রী থাকার পরও আখতারুজ্জামানের মনোনয়ন পাবার সম্ভাবনা দেখা দেয়ায় চরম অস্বস্তিতে রয়েছেন চুমকির কট্টর সমর্থক নেতাকর্মীরা। তারা বলছেন, উন্নয়ন কর্মকাণ্ড করলেও নানা কারণে এই প্রতিমন্ত্রীর সঙ্গে দলের অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার দূরত্ব বেড়েছে অনেক। যে কারণে এবার মনোনয়নের পাল্লা ভারি আখতারুজ্জামানের দিকে। অবশ্য, এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম কিনবেন জনপ্রিয় চিত্র নায়ক আকবর হোসেন ফারুক (নায়ক ফারুক)।
দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আমার একমাত্র অভিভাবক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। তিনি আরো বলেন, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ও গাজীপুর সিটি করপোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪২ ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের আপামর সাধারণ জনগণ এবং সেই সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরাই আগামী নির্বাচনে আমার প্রধান শক্তি। আমি আশা করবো ২৩শে ডিসেম্বর সবাই নৌকায় ভোট দিবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম জানান, আজ দলীয় মনোনয়ন ফরম জমা দেবেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status