এক্সক্লুসিভ

কলরেডির জরিপ

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় ৪৭ শতাংশ তরুণের

স্টাফ রিপোর্টার

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:১১ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন ভোটারদের ওপর জরিপ চালিয়ে গবেষণা ও কমিউনিকেশন স্ট্রাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান কলরেডি বলছে, এ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ৪৭ শতাংশ তরুণের সংশয় রয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৮৫ জন তরুণ শিক্ষার্থীর ওপর এ জরিপ পরিচালনা করা হয়, যাদের বয়স ১৮ থেকে ২৪-এর মধ্যে। এর মধ্যে ২১২ জন শিক্ষার্থী সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। গত ২২ থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত পরিচালিত এ জরিপে বর্তমান সরকারের সাফল্য, ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচন ও ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশার বিষয়টি উঠে আসে। জরিপের ফলাফলে বলা হয়, প্রায় ৫৩ শতাংশ তরুণ মনে করে আগামী নির্বাচন মোটামুটি সুষ্ঠু হবে। বাকিরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে। জরিপে অংশগ্রহণকারী ৫১ দশমিক ৩ শতাংশ তরুণ মনে করে বর্তমান সরকারের আবার ক্ষমতায় আসা উচিত। এ ছাড়া ৩০ দশমিক ২ শতাংশ সরকার পরিবর্তনের পক্ষে এবং ১৮ দশমিক ৫ শতাংশ কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। জরিপে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার ওপর সন্তুষ্ট ৬৮ দশমিক ৩ শতাংশ তরুণ। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর-পর্বে অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক ড. আবুল হাসনাৎ মিল্টন বলেন, জরিপটি এমনভাবে পরিচালনা করা হয়েছে যেন কোনো প্রকার পক্ষপাতিত্বের সুযোগ না থাকে। তিনি বলেন, খুব সম্প্রতি পরিচালিত এ জরিপ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ধারণ করছে। জরিপে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের ভালো কাজের পাশাপাশি ব্যর্থতা নিয়েও কথা বলেছেন। তবে ৮০ শতাংশ তরুণই রাজনীতি অপছন্দ করে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কলরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম ও গবেষণা প্রতিষ্ঠান এক্সডি সোশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status