ইলেকশন কর্নার

ব্রাহ্মণবাড়িয়া-৫

সাঈদের স্বপ্ন এবার নবীনগরকে ঘিরে

জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:৪১ পূর্বাহ্ন

একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন একেএম মমিনুল হক সাঈদ। এ লক্ষ্যে গত এক বছরের বেশি সময় ধরে ব্যাপক গণসংযোগ আর প্রচারণা তাকে নিয়ে এসেছে আলোচনায়। নদীবেষ্টিত নবীনগরে শত শত নৌযান নিয়ে, কখনো সড়কপথে গাড়ি বহরে  গণসংযোগে বেরিয়ে সাড়া ফেলেছেন তিনি। সাঈদ বলেন, ২০১৫ সালে আমি যখন কাউন্সিলর নির্বাচন করি তখন গোটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঢাকায় গিয়ে আমার নির্বাচনী এলাকায় উপস্থিত হন। তাদের এই সাড়াতে আমি অভিভূত হই। তখন থেকেই সবার সঙ্গে আমার যোগাযোগ গড়ে উঠে। এই কারণে আমি যখন এলাকায় সংসদ নির্বাচনমুখী হই তখন তারা আমাকে ব্যাপকভাবে উৎসাহিত করেন। একজন তরুণ নেতা, মতিঝিলের মতো এলাকার জনপ্রতিনিধি, কেন্দ্রে প্রতিষ্ঠিত-আমার এসব দিক বিবেচনা করে তারা অনেক খুশি যে আমি এলাকার মানুষের সেবার জন্যে এগিয়ে এসেছি। তারা খুবই আনন্দের সঙ্গে আমাকে গ্রহণ  করেছেন। সাঈদ বলেন, কেন্দ্রীয় রাজনীতিতে আমার যে গ্রহণযোগ্যতা এবং সকল ক্ষেত্রে যে পরিচিতি রয়েছে দল মনোনয়ন দিলে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি উন্নয়নশীল নবীনগরকে মডেল নবীনগরে রূপান্তরিত করতে সক্ষম হবো বলে আমার দৃঢ় বিশ্বাস। নবীনগরের সঙ্গে সম্পৃক্ততা তার সব সময়ের জানিয়ে সাঈদ বলেন, গত সংসদ নির্বাচন, ইউপি নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলাম এলাকায়। একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমি ব্যক্তি স্বার্থে কোনো কাজ করিনি। মূল লক্ষ্য ছিল নৌকার বিজয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এলাকায় দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে প্রচার-প্রচারণা চালাই। আগামী নির্বাচনে আবারো নৌকাকে জয়ী করে শেখ হাসিনাকে সরকারপ্রধান হিসেবে দেশের উন্নয়ন-অগ্রগতি এগিয়ে নেয়ার সুযোগ করে দেয়ার আবেদন রেখেছি আমার সকল প্রচার-প্রচারণাতে। দলের মনোনয়ন না পেলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status