ইলেকশন কর্নার

কক্সবাজার-১

মহাজোটের প্রার্থী হতে চান সালাহ্‌ উদ্দিন

বাপ্পি শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার) থেকে

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:৪০ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৪দলীয় জোটের প্রার্থী হতে চান জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য কক্সবাজার জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা বিএলএফ কমান্ডার এএইচ সালাহ্‌ উদ্দিন মাহমুদ। তিনি কক্সবাজার-১ আসনের দুইবার নির্বাচিত সংসদ সদস্য, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বপালনকালে পুরো কক্সবাজারের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলীর সম্ভ্রান্ত ডেপুটি বাড়িতে জন্মানো এএইচ সালাহ্‌ উদ্দিন মাহমুদ সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে পুরো কক্সবাজারের তার খ্যাতি রয়েছে। তিনি গত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪দলীয় জোট থেকে মনোনয়ন পান। এবার তিনি পুরোদমে মাঠে রয়েছেন। কক্সবাজারের বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এএইচ সালাহ্‌ উদ্দিন মাহমুদ মানবজমিনকে বলেন, ‘গত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪দলের জোটের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পেয়েছিলাম। সারা দেশে বিএনপির অবরোধের মুখে পড়ে ঢাকা থেকে কক্সবাজার যেতে না পারায়, অন্য একজনকে জোটের প্রার্থী দেয়া হয়েছিল। আমি চকরিয়া-পেকুয়া টানা দুইবার এমপি ছিলাম, সেই সুবাদে ভোটাদের সঙ্গে আমার একটা পরিচিতি রয়েছে। তবে, তরুণ ভোটাররাও আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমি মনোনয়ন পেলে তারা বিশাল গ্রুপ আমার পক্ষে মাঠে কাজ করবে।

 তিনি আরো বলেন, ‘আমার সারা জীবন কেটে গেছে রাজনীতির মধ্য দিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে অত্যন্ত স্নেহ করতেন। বঙ্গবন্ধুর আদর্শে আমি এখনো রাজনীতি করে যাচ্ছি। প্রধানমন্ত্রী যদি এবার ১৪দলের জোটের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে বিজয়ী হব। কারণ চকরিয়া-পেকুয়ার মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। বঙ্গবন্ধুর নৌকার সঙ্গে আমার আত্মার বন্ধন রয়েছে। আমাকে ১৪দলীয় জোট থেকে মনোনয়ন দিলে এ আসনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status