বিনোদন

ছোট পর্দায় আজ

১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:১১ পূর্বাহ্ন

এটিএন বাংলায় ‘সোনাভান’
এটিএন বাংলায় প্রতি রবি ও সোমবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সোনাভান’। নাটকটির কাহিনী বিন্যাস ও সংলাপ তৈরি করেছেন কাজী সুস্মিন আফসানা, পরিচালনায় এসএম শাহীন ও শহীদ মিঠু। এতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আফরোজা বানু, মীর সাব্বির, ফারহানা মিলি, শারমিন জোহা শশী, অবিদ রেহান, সাঈদ বাবু, আহসানুল হক মিনু, কল্লোল চৌধুরী, মাহমুদা মেহেরুন্নবী মাহিন, বিধানকৃষ্ণ রায়, সিজুল ইসলামসহ বগুড়ার বিভিন্ন থিয়েটারের নাট্যকর্মীরা।

এনটিভিতে ‘ডুগডুগি’
এনটিভির ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’ প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হয়। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, প্রাণ রায়, শাহনাজ খুশী, মিশু সাব্বির, আব্দুল্লাহ রানা, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত শাহ্‌রিন, আহসান কবীর, সাজ্জাদ রেজা, বিথী রানী সরকার, আল আমীন সবুজ প্রমুখ।

আরটিভিতে ‘ক্যাট হাউজ’
আরটিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ক্যাট হাউজ’। মানস পালের রচনা ও আকাশের পরিচালনা এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মীর সাব্বির, ইন্তেখাব দিনার, ফজলুল রহমান বাবু, রাশেদ মামুন অপু, ডলি জহুর, মনিরা মিঠু, নাদিয়া, ফারজানা রিক্তা, জামাল রাজা, সানজিদা প্রমুখ। নাটকটি প্রচার হয় প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭ টা ৩০ মিনিটে।

বাংলাভিশনে ‘খেলোয়াড়’
বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘খেলোয়াড়’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, আবদুল্লাহ্‌ রানা, নাবিলা ইসলাম, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, নীলা ইসলাম, আহসান কবীর, মুসাফির বাচ্চু, শহীদ উন নবী, জাহাঙ্গীর আলম, সোহাগ আনসারী, সাথী মাহমুদ, মাসারুক টিটু, রওনক পুষ্পা, খুশবু প্রমুখ।

বৈশাখী টিভিতে ‘প্রিয়শিল্পীর সেরা গান’
বৈশাখী টিভির নিয়মিত আয়োজন প্রিয়শিল্পীর সেরা গানে আজ গাইবেন মমতাজ, শাকিলা জাফর, তপন চৌধুরী, ন্যান্সি ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানটি প্রচার হবে  আজ রাত ৮টায়। গুণী ও জনপ্রিয় এই শিল্পীদের গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আচ্ছন্ন করবে এতে কোনো সন্দেহ নেই। মমতাজ গাইবেন রিটার্ন টিকিট, শাকিলা জাফর গাইবেন চুপে চুপে, তপন চৌধুরীর কণ্ঠে শোনা যাবে তোমাকে দেখার সাধ, ন্যান্সি গাইবেন তোমাকে ছাড়া আমি এবং চঞ্চল চৌধুরী গাইবেন ধর বন্ধু আমার কেহ নাই। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন।

দীপ্ত টিভিতে ‘দি পাবলিক’
দীপ্ত টিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘দি পাবলিক’। নাটকটি প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে। এটি রচনা করেছেন ফজলুল হক আকাশ ও পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ এবং এতে অভিনয়ে আছেন আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহিদুজ্জামান সেলিম, বাঁধন, রওনক হাসান, আলভী, জোভান, উর্মিলা কর, শ্যামল মওলা, নাদিয়া মীম, রুমানা স্বর্ণা, এ কে আজাদসহ অনেক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status